Ajker Patrika

রাজশাহীতে পেট্রোল বোমার আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা ট্রাক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১১: ৫১
রাজশাহীতে পেট্রোল বোমার আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা ট্রাক

রাজশাহী নগরীর একটি ফিলিং স্টেশনে পার্ক করে রাখা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজশাহীর সিটিহাট সংলগ্ন ছন্দা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

ছন্দা ফিলিং স্টেশনের নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর আলম জানান, ট্রাকের চালক এখানে ট্রাক পার্ক করে বাড়ি চলে গিয়েছিলেন। রাতে দুটি মোটরসাইকেলে চারজন এসে পেট্রোল বোমা ছুড়ে ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। তিনি বাধা দিতে গেলে তারা তাঁকেও পুড়িয়ে মারার হুমকি দেয়। তখন তিনি অন্যদের ডাকতে গেলে তারা রাস্তায় পেট্রোল বোমা মেরে আতঙ্ক তৈরি করে। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। 

নগরীর শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছেন। তা না হলে এখানে থাকা অন্য ট্রাকে এবং পেট্রোল পাম্পে আগুন লেগে যেত। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত