Ajker Patrika

অবশেষে কমছে করতোয়া গেটলকের ভাড়া 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ৩৪
অবশেষে কমছে করতোয়া গেটলকের ভাড়া 

অবশেষে শেরপুর থেকে বগুড়াগামী করতোয়া গেটলকের বাড়তি ভাড়া কমানোর বিষয়ে একমত হয়েছে বাস মালিকপক্ষ ও প্রশাসন। আজ বুধবার সকাল ১০টায় করতোয়া গেটলকের বর্ধিত ভাড়া ৩৫ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা করা হবে বলে জানানো হয়েছে। আগামী রোববার থেকে এই ভাড়া কার্যকর করা হবে। 

জানা যায়, শেরপুরে বাসভাড়া বৃদ্ধি সম্পর্কিত বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র মো. জানে আলেম খোকা, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী মো. গোলাম ফারুক, শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফুর রহমান মিলন, মোটর মালিক গ্রুপের শেরপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারসহ বাসমালিকেরা। 

উল্লেখ্য, গত ৮ নভেম্বর সরকার ডিজেলচালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করে। করতোয়া গেটলকের অধিকাংশ গাড়ি গ্যাসে চললেও সেই অজুহাতে ২০ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত