ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান রাতুল (২০) নামের এক কলেজছাত্রকে সড়ক থেকে তুলে নিয়ে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার ছলিমপুরের চরমিরকামারী ত্রিমোহিনী এলাকায় এই ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে তাঁর বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় এজাহার দিয়েছেন।
আহত মেহেদী হাসান ছলিমপুরের চরমিরকামারী এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে। তিনি স্থানীয় দাশুড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। মেহেদী হাসানকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেদী হাসানের চাচা রুবেল হোসেন আজকের পত্রিকাকে জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দুটি বাইক ও একটি অটোরিকশায় করে কয়েকজন যুবক ছলিমপুরের চরমিরকামারী ত্রিমোহিনী রাস্তার মোড়ে আসেন। রাতুল সেখানে আগে থেকেই ব্যক্তিগত কাজে অবস্থান করছিলেন। তাঁরা আসার পরপরই রাতুলকে গালি দিয়ে অটোরিকশায় তুলে নিয়ে এলাকার একটি চাল মিলের কাছে আনেন। সেখানে তাঁকে মারধর ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রুবেল হোসেন আরও জানান, দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে পেটানোর কারণে তাঁর ভাতিজা রাতুলের শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে গেছে। এ ছাড়া ডান পায়ের তিন স্থানের হাড় ভেঙে গেছে।
রাতুলের বাবা চাতাল শ্রমিক বলে জানান তাঁর চাচা রুবেল হোসেন। তিনি বলেন, ‘কী কারণে রাতুলের ওপর হামলা করা হয়েছে তা স্পষ্ট নয়। হামলার সময় রাতুল কয়েকজনকে চিনতে পেরেছেন। ধারণা করছি রাজনৈতিক প্রতিহিংসাবশত একটি পক্ষ তাঁকে অপহরণ ও মারধরের সঙ্গে জড়িত। ঘটনাটি পরিবারের পক্ষ থেকে পুলিশকেও জানানো হয়েছে।’
ঈশ্বরদী থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনা শুনেছি। কিন্তু মারধরের কারণ অস্পষ্ট নয়। তবে মনে হচ্ছে কোনো বিদ্বেষের কারণে এই হামলা হতে পারে। তাঁর বাবা বাদী হয়ে শনিবার দুপুরে থানায় একটি এজাহার দিয়েছেন। এজাহারে এলাকার বেশ কয়েকজনের নাম রয়েছে। মামলা নথিভুক্ত না হওয়া পর্যন্ত আসামিদের নাম বলা যাচ্ছে না।
পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান রাতুল (২০) নামের এক কলেজছাত্রকে সড়ক থেকে তুলে নিয়ে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার ছলিমপুরের চরমিরকামারী ত্রিমোহিনী এলাকায় এই ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে তাঁর বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় এজাহার দিয়েছেন।
আহত মেহেদী হাসান ছলিমপুরের চরমিরকামারী এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে। তিনি স্থানীয় দাশুড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। মেহেদী হাসানকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেদী হাসানের চাচা রুবেল হোসেন আজকের পত্রিকাকে জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দুটি বাইক ও একটি অটোরিকশায় করে কয়েকজন যুবক ছলিমপুরের চরমিরকামারী ত্রিমোহিনী রাস্তার মোড়ে আসেন। রাতুল সেখানে আগে থেকেই ব্যক্তিগত কাজে অবস্থান করছিলেন। তাঁরা আসার পরপরই রাতুলকে গালি দিয়ে অটোরিকশায় তুলে নিয়ে এলাকার একটি চাল মিলের কাছে আনেন। সেখানে তাঁকে মারধর ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রুবেল হোসেন আরও জানান, দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে পেটানোর কারণে তাঁর ভাতিজা রাতুলের শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে গেছে। এ ছাড়া ডান পায়ের তিন স্থানের হাড় ভেঙে গেছে।
রাতুলের বাবা চাতাল শ্রমিক বলে জানান তাঁর চাচা রুবেল হোসেন। তিনি বলেন, ‘কী কারণে রাতুলের ওপর হামলা করা হয়েছে তা স্পষ্ট নয়। হামলার সময় রাতুল কয়েকজনকে চিনতে পেরেছেন। ধারণা করছি রাজনৈতিক প্রতিহিংসাবশত একটি পক্ষ তাঁকে অপহরণ ও মারধরের সঙ্গে জড়িত। ঘটনাটি পরিবারের পক্ষ থেকে পুলিশকেও জানানো হয়েছে।’
ঈশ্বরদী থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনা শুনেছি। কিন্তু মারধরের কারণ অস্পষ্ট নয়। তবে মনে হচ্ছে কোনো বিদ্বেষের কারণে এই হামলা হতে পারে। তাঁর বাবা বাদী হয়ে শনিবার দুপুরে থানায় একটি এজাহার দিয়েছেন। এজাহারে এলাকার বেশ কয়েকজনের নাম রয়েছে। মামলা নথিভুক্ত না হওয়া পর্যন্ত আসামিদের নাম বলা যাচ্ছে না।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১৯ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
২৪ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২৮ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
৩৪ মিনিট আগে