Ajker Patrika

রাজশাহীতে জামিন পেলেন ৫ এইচএসসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে জামিন পেলেন ৫ এইচএসসি পরীক্ষার্থী

রাজশাহীতে আদালত থেকে জামিন পেয়েছেন পাঁচজন এইচএসসি পরীক্ষার্থী। আজ শনিবার দুপুরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজশাহীর বিভিন্ন থানায় হওয়া মামলায় ওই শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীর জামিন হয়েছে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে। তাঁরা হলেন আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি ও রাকিবুর রহমান। তাঁদের মধ্যে অরণ্য ও রাব্বি রাজশাহী মহানগরীর মতিহার থানার মামলার আসামি। আর রাকিবুর রহমানের মামলা নগরীর বোয়ালিয়া থানার। আজ শনিবার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন।

এদিকে রাজশাহী জেলা আদালতের পরিদর্শক আমান উল্লাহ বলেন, জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাঁদের জামিন মঞ্জুর করেন।

এ দুই শিক্ষার্থী হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার একটি মামলার আসামি ইমরান ফরহাদ ও পুঠিয়া থানার মামলার আসামি সৌরভ আলী। আদালতে জামিনের আদেশ হওয়ার পর স্বজনেরা এই শিক্ষার্থীদের মুক্তির জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করছিলেন।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি আটক ব্যক্তিদের মধ্যে কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকলে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে সরকার তাঁদের আইনি সহায়তা দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত