ঢামেক প্রতিবেদক
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেট কারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কামাল উদ্দিন জানান, সকালে ফকিরাপুল মোড়ে রিকশা ঘুরাচ্ছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেট কার রিকশাটিতে ধাক্কা দেয়। তিনি ছিটকে রাস্তায় পড়লে তাঁর শরীরের ওপর দিয়েই প্রাইভেট কারটি চলে যায়। তবে এ সময় রিকশায় কোনো যাত্রী ছিল না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর চালকসহ প্রাইভেট কারটি আটকে ফেলেন স্থানীয়রা।
নিহত মতিন মিয়া যে রিকশার গ্যারেজের থাকতেন, সেখানকার ম্যানেজার মো. শাহিন বলেন, মতিনের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাস্টার এলাকায়। মুগদার মান্ডায় বড়বাড়ি এলাকায় রিকশা গ্যারেজে থাকতেন তিনি। সকালে রিকশা নিয়ে বের হন মতিন। পরে জানতে পারি, ফকিরাপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফকিরাপুল এলাকা থেকে পথচারীরা ওই রিকশাচালককে হাসপাতালে নিয়ে এলে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাইভেট কারের ধাক্কায় তিনি আহত হয়েছিলেন বলে পথচারীরা জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেট কারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কামাল উদ্দিন জানান, সকালে ফকিরাপুল মোড়ে রিকশা ঘুরাচ্ছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেট কার রিকশাটিতে ধাক্কা দেয়। তিনি ছিটকে রাস্তায় পড়লে তাঁর শরীরের ওপর দিয়েই প্রাইভেট কারটি চলে যায়। তবে এ সময় রিকশায় কোনো যাত্রী ছিল না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর চালকসহ প্রাইভেট কারটি আটকে ফেলেন স্থানীয়রা।
নিহত মতিন মিয়া যে রিকশার গ্যারেজের থাকতেন, সেখানকার ম্যানেজার মো. শাহিন বলেন, মতিনের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাস্টার এলাকায়। মুগদার মান্ডায় বড়বাড়ি এলাকায় রিকশা গ্যারেজে থাকতেন তিনি। সকালে রিকশা নিয়ে বের হন মতিন। পরে জানতে পারি, ফকিরাপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফকিরাপুল এলাকা থেকে পথচারীরা ওই রিকশাচালককে হাসপাতালে নিয়ে এলে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাইভেট কারের ধাক্কায় তিনি আহত হয়েছিলেন বলে পথচারীরা জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৮ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৮ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে