Ajker Patrika

শেরপুরে ১২০০ বস্তা সারসহ ৬ জন আটক 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৬: ৩৬
শেরপুরে ১২০০ বস্তা সারসহ ৬ জন আটক 

বগুড়ার শেরপুরে ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার পাচার করার সময় ছয়জনকে আটক করেছে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানকারী দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট মির্জাপুর সড়কের বামিহাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়েছে। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছে। 

মামলা সূত্রে জানা যায়, রাজশাহীর একটি অভিযানকারী দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর থেকে কয়েকটি ট্রাকবোঝাই সরকারি আমদানীকৃত সার অজ্ঞাত স্থানে যাচ্ছে। সারগুলো অবৈধভাবে কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তারা শেরপুর থানার বামিহাল গ্রামের গ্রিন ফিল্ড এগ্রো লিমিটেডের পাশে একটি চেকপোস্ট স্থাপন করে তিনটি ট্রাকবোঝাই ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার আটক করে। এ সময় ছয়জনকে আটক করা হয়। 

পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দআটকৃতরা হলেন ট্রাক তিনটির চালক মো. সবুর হোসনে (২৮), মো. রুহুল আমিন (৩০) ও মো. তানবীর হোসেন (২৩) এবং সহকারী মো. ইমরান হোসেন (২৩) মো. রাকিব হোসেন (১৯) ও মো. বিশু (২২)। এই মামলায় অপর এক আসামি মো. তুলা মিয়া (৩৮) পলাতক রয়েছেন। আটক সারের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।  

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি চক্র নিয়মিতভাবে সরকারি আমদানীকৃত সার অবৈধভাবে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করে আসছে। আটককৃতরা ওই চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, র‍্যাব আটককৃত সার, তিনটি ট্রাক ও ছয়জনকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত