Ajker Patrika

বাঘায় নৌকার নারী কর্মীকে মারধরের অভিযোগ 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘায় নৌকার নারী কর্মীকে মারধরের অভিযোগ 

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের নেতা ও স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হানের শাশুড়ির বিরুদ্ধে নৌকা প্রতীকের এক নারী কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার নির্বাচনী অনুসন্ধান কমিটি, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঘা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী হাফিজা বেগম। এর আগে ওইদিন উপজেলার চক নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। পরে অভিযোগপত্রটি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে প্রেরণ করেছি। তাদের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামের কুমুর উদ্দিন মন্ডলের মেয়ে হাফিজা বেগম নিজ এলাকায় নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী মৃত মোহাম্মদ আলীর স্ত্রী ও জেলা আওয়ামী লীগের সদস্য কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হানের শাশুড়ি জহুরা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গালাগাল করেন। 

এ সময় হাফিজা বেগম প্রতিবাদ করলে জহুরা বেগম তাকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। একপর্যায়ে হাফিজা বেগম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ বিষয়ে অভিযুক্ত জহুরা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোন ঘটনা ঘটেনি। ভোটারদের বিভ্রান্ত করতে এমন অভিযোগ করে থাকতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত