Ajker Patrika

গোবিন্দগঞ্জের তিন সাঁওতাল হত্যার বিচার দাবি 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
গোবিন্দগঞ্জের তিন সাঁওতাল হত্যার বিচার দাবি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জের তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা ও মহানগর কমিটি। আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল জনগোষ্ঠীর হামলা চালায় পুলিশ। আগুন দেওয়া হয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ঘরবাড়িতে। এ সময় শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডিকে গুলি করে হত্যা করা হয়। ছয় বছরেও এই হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ হয়নি। তা ছাড়া এ হত্যার ক্ষতিপূরণসহ সাহেবগঞ্জ-বাগদাফার্মের সাঁওতাল-বাঙালিদের জমি ফেরত দেওয়ার দাবি জানান বক্তারা। সেই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি তরুণ মুন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত