বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
ফকরুল হাসান বাবলু উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক।
বাবলুর ভাই নাসিমুজ্জামান নান্নু বলেন, ‘কেশবপুর গ্রামে পুরোনো বাড়ির পাশের আমি আলাদা বাড়িতে বসবাস করি। পুরোনো বাড়িতে তিন ভাই পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। কুকুরের ডাকাডাকিতে বাইরে বেরিয়ে কিছু পাইনি। পরে তিনটি বিকট শব্দ শুনতে পাই। আতঙ্কিত হয়ে ঘরের জানালা দিয়ে আলো–আঁধারের মধ্যে তিন-চার লোককে যেতে দেখেছি। বাড়ির ভেতরে দুটি ও সামনে একটি ককটেল ফাটিয়ে তারা। পুলিশ ছয়টি ককটেল সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে তাতে কেউ হতাহত হয়নি।’
ফকরুল হাসান বাবলু বলেন, ‘উপজেলার গড়গড়ি ইউনিয়নে মিটিং শেষে বাড়ির পাশে ময়েনের মোড়ে লোকজন নিয়ে বসেছিলাম। এ সময় বিকট শব্দ শুনতে পাই। পরে বাড়িতে গিয়ে শুনি ককটেল ফাটিয়েছে। একটি ফেসবুক আইডি থেকে কদিন আগে বিএনপিকে সাবধান করে স্ট্যাটাস দেওয়া হয়েছিল। আমার বিশ্বাস, তারা আওয়ামী লীগের লোক। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করব।’
এ ঘটনার প্রতিবাদে রাতেই উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, তল্লাশি চালিয়ে বাড়ির ভেতর থেকে দুটি ও সামনে একটি বিস্ফোরিত এবং বিভিন্ন স্থান থেকে আরও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
ফকরুল হাসান বাবলু উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক।
বাবলুর ভাই নাসিমুজ্জামান নান্নু বলেন, ‘কেশবপুর গ্রামে পুরোনো বাড়ির পাশের আমি আলাদা বাড়িতে বসবাস করি। পুরোনো বাড়িতে তিন ভাই পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। কুকুরের ডাকাডাকিতে বাইরে বেরিয়ে কিছু পাইনি। পরে তিনটি বিকট শব্দ শুনতে পাই। আতঙ্কিত হয়ে ঘরের জানালা দিয়ে আলো–আঁধারের মধ্যে তিন-চার লোককে যেতে দেখেছি। বাড়ির ভেতরে দুটি ও সামনে একটি ককটেল ফাটিয়ে তারা। পুলিশ ছয়টি ককটেল সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে তাতে কেউ হতাহত হয়নি।’
ফকরুল হাসান বাবলু বলেন, ‘উপজেলার গড়গড়ি ইউনিয়নে মিটিং শেষে বাড়ির পাশে ময়েনের মোড়ে লোকজন নিয়ে বসেছিলাম। এ সময় বিকট শব্দ শুনতে পাই। পরে বাড়িতে গিয়ে শুনি ককটেল ফাটিয়েছে। একটি ফেসবুক আইডি থেকে কদিন আগে বিএনপিকে সাবধান করে স্ট্যাটাস দেওয়া হয়েছিল। আমার বিশ্বাস, তারা আওয়ামী লীগের লোক। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করব।’
এ ঘটনার প্রতিবাদে রাতেই উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, তল্লাশি চালিয়ে বাড়ির ভেতর থেকে দুটি ও সামনে একটি বিস্ফোরিত এবং বিভিন্ন স্থান থেকে আরও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। কারা এর সঙ্গে জড়িত এখনই বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩২ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৩৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
৪০ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে