Ajker Patrika

জাল সনদে চাকরি, সিরাজগঞ্জে শিক্ষক কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৩৪
জাল সনদে চাকরি, সিরাজগঞ্জে শিক্ষক কারাগারে

জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বয়রা ভেন্নাবাড়ী উচ্চবিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও আদালতের সহকারী আল-আমিন। 

এর আগে গতকাল রোববার শিক্ষক রফিকুল ইসলাম আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলা সূত্রে জানা গেছে, শিক্ষক রফিকুল ইসলাম ২০০১ সাল থেকে সদর উপজেলার বয়রা ভেন্নাবাড়ী উচ্চবিদ্যালয়ে কম্পিউটার শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালনের পর থেকে তিনি নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছিলেন। তিনি যে সনদ দিয়ে চাকরি নিয়েছেন, সেটি জাল ছিল। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুল আমিন ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর মহা-পরিচালক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। 

অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে শিক্ষক রফিকুল ইসলামের দাখিল করা সনদ যাচাই-বাছাই করার জন্য ২০১৮ সালের ২৪ অক্টোবর বগুড়া নট্রামস কলেজে পাঠানো হয়। কলেজ কর্তৃপক্ষ সনদটি যাচাই-বাছাই করে। তদন্ত শেষে প্রতিষ্ঠানের পরিচালক (যুগ্ম-সচিব) এস এম ফেরদৌস আলম ২০১৮ সালের ১৬ নভেম্বর জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়কে চিঠি দিয়ে অবহিত করেন যে, শিক্ষক রফিকুল ইসলামের দাখিল করা সনদ ভুয়া। 

পরে ২০২২ সালের ২৭ জুন রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার গত ২৫ ফেব্রুয়ারি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শিক্ষক রফিকুল ইসলাম। জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত