Ajker Patrika

ধুনটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৩, ১৬: ০৩
ধুনটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে সুমাইয়া আক্তার বাসনা নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার কাদাই উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই স্কুলছাত্রী কাদাই উত্তরপাড়া গ্রামের বাদশা প্রামাণিকের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের বাবা বাদশা প্রামাণিক জানান, তার মেয়ে (সুমাইয়া আক্তার বাসনা) এলাকার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে। এ নিয়ে পারিবারিকভাবে তাকে বকাঝকা করা হয়। এতে অভিমান করে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। 

একপর্যায়ে সে অভিমান করে আজ (রোববার) সকালে নিজ ঘরের বারান্দার তিরের (আড়া) সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দেয়। সাড়ে ৮টার দিকে তার মা ঘর থেকে বেরিয়ে দেখতে পান মেয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এতে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত