Ajker Patrika

ধুনটে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় উপজেলার উল্লাপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে জুবায়ের মাহমুদ সাম্মু, মুন্টু মিয়ার ছেলে নূর আলম ও নিশাতকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে জুবায়ের মাহমুদ সাম্মু প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি জুবায়েরের অভিভাবককে জানালে সে ক্ষুব্ধ হয়ে ওঠে। গত ২ মে রাত ১০টার দিকে স্কুলছাত্রীকে বাড়ি থেকে বের হয়। এ সময় আসামি জুবায়ের সহযোগী নূর আলম ও নিশাতকে সঙ্গে নিয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত