চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে ভুট্টাখেত থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এক যুবক, শিশু ও তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে দলবদ্ধভাবে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার যুবক ও কিশোরেরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে শিকার করেছে।
আজ রোববার দুপুর ১২টায় চাটমোহর থানায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
এর আগে ১৫ এপ্রিল চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের একটি ভুট্টাখেতে আকলিমা খাতুন জুঁই (৭) নামের ওই শিশুর লাশ পাওয়া যায়।
জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নের বড় গারফা গ্রামের জাহিদুর রহমানের মেয়ে।
গ্রেপ্তার যুবক হলেন গড়ফা গ্রামের সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫)।
সংবাদ সম্মেলনে চাটমোহর থানার ওসি মঞ্জরুল ইসলাম বলেন, ১৪ এপ্রিল বিকেলে শিশু আকলিমা খাতুন জুঁই তার দাদির বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যায় জুঁই দাদির বাড়ি থেকে চলে এলেও বাড়িতে আর ফেরেনি। পরদিন সকালে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আফজাল হোসেনের ভুট্টাখেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে জুঁইয়ের মা মোমেনা খাতুন চাটমোহর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই চাটমোহর ও বড়াইগ্রাম থানা–পুলিশ হত্যার সূত্র উদ্ঘাটনে নামে।
ওসি আরও জানান, শিশুটিকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত বলে শিকার করেছে। আজ দুপুরে পাবনার আদালতে পাঠালে তাঁরা ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পাবনার চাটমোহরে ভুট্টাখেত থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এক যুবক, শিশু ও তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে দলবদ্ধভাবে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার যুবক ও কিশোরেরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে শিকার করেছে।
আজ রোববার দুপুর ১২টায় চাটমোহর থানায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
এর আগে ১৫ এপ্রিল চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের একটি ভুট্টাখেতে আকলিমা খাতুন জুঁই (৭) নামের ওই শিশুর লাশ পাওয়া যায়।
জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নের বড় গারফা গ্রামের জাহিদুর রহমানের মেয়ে।
গ্রেপ্তার যুবক হলেন গড়ফা গ্রামের সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫)।
সংবাদ সম্মেলনে চাটমোহর থানার ওসি মঞ্জরুল ইসলাম বলেন, ১৪ এপ্রিল বিকেলে শিশু আকলিমা খাতুন জুঁই তার দাদির বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যায় জুঁই দাদির বাড়ি থেকে চলে এলেও বাড়িতে আর ফেরেনি। পরদিন সকালে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আফজাল হোসেনের ভুট্টাখেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে জুঁইয়ের মা মোমেনা খাতুন চাটমোহর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই চাটমোহর ও বড়াইগ্রাম থানা–পুলিশ হত্যার সূত্র উদ্ঘাটনে নামে।
ওসি আরও জানান, শিশুটিকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত বলে শিকার করেছে। আজ দুপুরে পাবনার আদালতে পাঠালে তাঁরা ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে