Ajker Patrika

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় রনি আহম্মেদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। এ ছাড়া মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। 

রনি আহম্মেদ (২৭) শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে গাবতলীর মুরগি ব্যবসায়ী ছায়েদুলের কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করত রনি আহম্মেদ। ওই বছরের ৫ মে রাতে রনি ছায়েদ আলীর মেয়েকে জোরপূর্বক বিয়ে করার জন্য তার বাড়িতে প্রবেশ করে। এ সময় ছায়েদ আলী বাধা দিলে রনি তাকে বর্মিজ চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, পরের দিন এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম গাবতলী থানায় রনিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত