Ajker Patrika

নিয়ামতপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯: ২৫
নিয়ামতপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত 

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ছাতড়া-শিবপুর রোডের নেহেন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তরুণের নাম টুটুল বর্মন (১৯)। তিনি মহাদেবপুর উপজেলার হাতুড়ি ইউনিয়নের গাহলি গ্রামের সুকুমার বর্মনের ছেলে। আহত দুর্জয় পত্নীতলা উপজেলার সৈয়দপুর গ্রামের ধনঞ্জয় বর্মনের ছেলে। তিনি মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

টুটুল বর্মনের বাবা জানান, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে বদলগাছী উপজেলার আদায়পুর গ্রামে এক আত্মীয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিলেন টুটুল। ফেরার পথে তাঁরা দুজনে নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাংগা তালগাছের সারি দেখে ফেরার পথে নেহেন্দা এলাকার মোড়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই টুটুল বর্মনের মৃত্যু হয়। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত