চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া হাটসংলগ্ন একটি দৃষ্টিনন্দন পার্কের জায়গায় একসনা বন্দোবস্ত নিয়ে দোকান নির্মাণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বারঘরিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ। তারা পার্কের জায়গায় গড়ে তোলা দোকানের লাইসেন্স বাতিলসহ নির্মাণকাজ বন্ধের দাবি জানায়।
অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া মালবাহী ট্রাকসহ হাজারো যানবাহন আটকে পড়ে। কয়েক কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
পরে বেলা সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের আশ্বাসে দুই দিনের আলটিমেটাম দিয়ে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে বলেন। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আমি জনসাধারণের ভোগান্তির কথা ভেবে ডিসির আশ্বাসে আন্দোলন তুলে নিতে বলছি। ইউএনও ও ডিসি অফিসে বসে জমিদারি করছেন। তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। এই দাবি আগামী দুই দিনের মধ্যে মানা না হলে ডিসি অফিস ঘেরাও করে এর যথাযথ দাবি আদায় করা হবে।’
হারুনুর রশীদ আরও বলেন, এখানে কোনোভাবে দোকানঘর নির্মাণ করতে দেওয়া যাবে না। এতে ভবিষ্যতে দরকার হলে আরও বৃহৎ আন্দোলন করা হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন কোনো সমস্যা নেই।
পরে সড়ক অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীরা নির্মাণাধীন মার্কেটগুলো ভাঙচুর করেন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া হাটসংলগ্ন একটি দৃষ্টিনন্দন পার্কের জায়গায় একসনা বন্দোবস্ত নিয়ে দোকান নির্মাণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বারঘরিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ। তারা পার্কের জায়গায় গড়ে তোলা দোকানের লাইসেন্স বাতিলসহ নির্মাণকাজ বন্ধের দাবি জানায়।
অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া মালবাহী ট্রাকসহ হাজারো যানবাহন আটকে পড়ে। কয়েক কিলোমিটারজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
পরে বেলা সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের আশ্বাসে দুই দিনের আলটিমেটাম দিয়ে সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে বলেন। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘আমি জনসাধারণের ভোগান্তির কথা ভেবে ডিসির আশ্বাসে আন্দোলন তুলে নিতে বলছি। ইউএনও ও ডিসি অফিসে বসে জমিদারি করছেন। তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। এই দাবি আগামী দুই দিনের মধ্যে মানা না হলে ডিসি অফিস ঘেরাও করে এর যথাযথ দাবি আদায় করা হবে।’
হারুনুর রশীদ আরও বলেন, এখানে কোনোভাবে দোকানঘর নির্মাণ করতে দেওয়া যাবে না। এতে ভবিষ্যতে দরকার হলে আরও বৃহৎ আন্দোলন করা হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন কোনো সমস্যা নেই।
পরে সড়ক অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীরা নির্মাণাধীন মার্কেটগুলো ভাঙচুর করেন।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
৩৫ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
৪১ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
১ ঘণ্টা আগে