Ajker Patrika

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার কলেজের প্রধান ফটক, একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা।

এতে ভবনের ভেতরে প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা ও ক্যাশিয়ার মাহিদুল ইসলাম আটকা পড়েন। বিকেল পর্যন্ত এই দুই কর্মকর্তা আটকা ছিলেন। আর শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেন।

এ সময় ১২ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, অধ্যক্ষ আওয়ামী দোসর। আগে তাঁর পদত্যাগ দাবি করা হয়েছিল। তিনি পদত্যাগ করেননি বলে কলেজের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

শিক্ষার্থীদের অভিযোগ, হোস্টেল পরিদর্শনের নামে বিনা অনুমতিতে মেয়েদের কক্ষে প্রবেশ করেন অধ্যক্ষ। এতে মেয়েদের গোপনীয়তা বিনষ্ট হয় এবং মেয়েরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। কলেজের নীতিমালা ও নিয়মাবলি উপেক্ষা করে ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এতে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়।

অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করেন। অপরিকল্পিত এবং পাঠদানের প্রতি অবহেলার কারণে তাঁর বিষয়ে প্রতিবছর সর্বোচ্চ অকৃতকার্যের হার। তিনি শিক্ষার্থীদের প্রতি অসহযোগিতামূলক আচরণ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নার্সিং কলেজের তৃতীয় বর্ষের বিএসসি ইন নার্সিং চূড়ান্ত পরীক্ষা গত বছরের ডিসেম্বরে শেষ হয়। চলতি মাসের ১৫ জানুয়ারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে কলেজের ১৪ শিক্ষার্থী কমিউনিটি হেলথ বিষয়ে ফেল করেছেন।

ফেল করার বিষয়টি ওই ১৪ শিক্ষার্থী জানতে পেরে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অপসারণ দাবি করে আন্দোলন শুরু করেন।

জানতে চাইলে শিক্ষার্থী জহুরুল ইসলাম বলেন, ‘আমাদের এই আন্দোলন ১৭ জুলাই থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের এই আওয়ামী দোসরের পদত্যাগের আন্দোলনকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য নিছক একটি বিষয় নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমরা কোনো প্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’

অধ্যক্ষ ফয়েজুর রহমান বলেন, ‘১৪ শিক্ষার্থী যারা ফেল করার পরের দিনই আমার কক্ষে তালা দিয়েছে। আমি তাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি। কিন্তু তারা আমার সঙ্গে বসেনি। এখানে বিক্ষোভ করার মতো কোনো কিছু নেই।

আর তাদের পাস-ফেলের বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপও থাকে না। তারা আগামী ৪০ দিনের মধ্যে ফেল করা বিষয়ে পরীক্ষাও দিতে পারবে। কিন্তু শিক্ষার্থীরা যা করছে, তা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত