নাটোর প্রতিনিধি
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠনের পথে থাকা অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ দুঃশাসন থেকে আপাতদৃষ্টিতে মুক্তি পেলেও প্রকৃত মুক্তি আসবে নির্বাচনের পর। দেশে অতিসত্বর নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলেই দেশের মানুষ মুক্তি পাবে।
আজ বৃহস্পতিবার নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শেখ হাসিনার সরকারের পতন ডেকে আনা ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন সাবেক উপমন্ত্রী দুলু।
দুলু বলেন, নিজেকে জনপ্রিয় ও দেশের উন্নয়নের রূপকার দাবি করা শেখ হাসিনা শুধু দেশকেই নয়, আওয়ামী লীগকে ধ্বংস করে পালিয়ে গেছেন। শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের বিপদের মুখে ঠেলে পালিয়ে যাওয়ায় এখন দেশে আওয়ামী লীগের নাম-নিশানা-চিহ্নও নেই। দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন অবসানে নতুন জীবন লাভ করেছে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এই জন্য আওয়ামী লীগকে অতিসত্বর নিষিদ্ধ করা হোক। তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার এ দেশে নেই। প্রত্যেকটি হত্যা ও অন্যায়ের বিচার করবে বিএনপি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলমসহ বিভিন্ন উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠনের পথে থাকা অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ দুঃশাসন থেকে আপাতদৃষ্টিতে মুক্তি পেলেও প্রকৃত মুক্তি আসবে নির্বাচনের পর। দেশে অতিসত্বর নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলেই দেশের মানুষ মুক্তি পাবে।
আজ বৃহস্পতিবার নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শেখ হাসিনার সরকারের পতন ডেকে আনা ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন সাবেক উপমন্ত্রী দুলু।
দুলু বলেন, নিজেকে জনপ্রিয় ও দেশের উন্নয়নের রূপকার দাবি করা শেখ হাসিনা শুধু দেশকেই নয়, আওয়ামী লীগকে ধ্বংস করে পালিয়ে গেছেন। শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের বিপদের মুখে ঠেলে পালিয়ে যাওয়ায় এখন দেশে আওয়ামী লীগের নাম-নিশানা-চিহ্নও নেই। দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন অবসানে নতুন জীবন লাভ করেছে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এই জন্য আওয়ামী লীগকে অতিসত্বর নিষিদ্ধ করা হোক। তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার এ দেশে নেই। প্রত্যেকটি হত্যা ও অন্যায়ের বিচার করবে বিএনপি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলমসহ বিভিন্ন উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কা লেগেছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
৪ মিনিট আগেশতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে
৬ মিনিট আগেকক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ৫ হাজার ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে বিমানবন্দরে নিয়মিত মালামাল তল্লাশির সময় ইয়াবা পিসগুলো শনাক্ত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত
১২ মিনিট আগেসাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টায় ভারত থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের একটি আমদানিকারক
১৩ মিনিট আগে