নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোররাতে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। উপজেলার উত্তর চকযদু গ্রামের মৃত আব্দুর রহিমের একমাত্র সন্তান মঈন উদ্দিন। মৃত্যুকালে জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তি তাঁর বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাবেক এই চেয়ারম্যানের বাল্যকালের বন্ধু মো. মনু জানান, গতকাল বুধবার দিবাগত রাতে প্রতিবেশী আব্দুর রহিমের মেয়ের বিয়ের দাওয়াত খেয়ে মধ্যরাতে বাড়ি ফেরেন তিনি। ভোররাতে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার বিকেলে (বাদ আসর) সরকারি এম এম কলেজ মাঠে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা তাসনিম আরা বলেন, ‘রাতে আমি ছিলাম না। তবে হাসপাতালে রেজিস্ট্রার খাতায় উল্লেখ করা আছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’ এদিকে রাতে দায়িত্বরত ওই চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে আজ সকালে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে পরিবারের লোকজন ধারণা করছেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঈন উদ্দিন ১৯৯০ সালে প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সে বছরের ২৫ মে দায়িত্বভার গ্রহণ করেন। মাত্র দেড় বছরের দায়িত্ব পালনকালে তৎকালীন বিএনপি সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করলে ১৯৯১ সালের ২২ নভেম্বর তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনের শেষ কর্মদিবস অতিক্রম করেন। পরে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উপজেলা পরিষদ পুনরায় চালু করলে ২০১৪ সালে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ওই বছরের ২৮ এপ্রিল পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে পূর্ণ মেয়াদ শেষ করেন।
রাজনৈতিকভাবে তিনি জামায়াতের নওগাঁ জেলার পশ্চিম জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া ধামইরহাট বাজার বণিক সমিতির একাধিকবার সভাপতি এবং পরবর্তী সময়ে উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। অন্যদিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করারও গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে তিনি ইচ্ছা পোষণ করে স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারণাও চালিয়েছেন।
নওগাঁর ধামইরহাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোররাতে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। উপজেলার উত্তর চকযদু গ্রামের মৃত আব্দুর রহিমের একমাত্র সন্তান মঈন উদ্দিন। মৃত্যুকালে জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তি তাঁর বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাবেক এই চেয়ারম্যানের বাল্যকালের বন্ধু মো. মনু জানান, গতকাল বুধবার দিবাগত রাতে প্রতিবেশী আব্দুর রহিমের মেয়ের বিয়ের দাওয়াত খেয়ে মধ্যরাতে বাড়ি ফেরেন তিনি। ভোররাতে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার বিকেলে (বাদ আসর) সরকারি এম এম কলেজ মাঠে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা তাসনিম আরা বলেন, ‘রাতে আমি ছিলাম না। তবে হাসপাতালে রেজিস্ট্রার খাতায় উল্লেখ করা আছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’ এদিকে রাতে দায়িত্বরত ওই চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে আজ সকালে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে পরিবারের লোকজন ধারণা করছেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঈন উদ্দিন ১৯৯০ সালে প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সে বছরের ২৫ মে দায়িত্বভার গ্রহণ করেন। মাত্র দেড় বছরের দায়িত্ব পালনকালে তৎকালীন বিএনপি সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করলে ১৯৯১ সালের ২২ নভেম্বর তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনের শেষ কর্মদিবস অতিক্রম করেন। পরে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উপজেলা পরিষদ পুনরায় চালু করলে ২০১৪ সালে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ওই বছরের ২৮ এপ্রিল পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে পূর্ণ মেয়াদ শেষ করেন।
রাজনৈতিকভাবে তিনি জামায়াতের নওগাঁ জেলার পশ্চিম জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া ধামইরহাট বাজার বণিক সমিতির একাধিকবার সভাপতি এবং পরবর্তী সময়ে উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। অন্যদিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করারও গুঞ্জন শোনা যাচ্ছিল। এ নিয়ে তিনি ইচ্ছা পোষণ করে স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারণাও চালিয়েছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৬ মে) ঢাকায় এলে তাকে পথে পথে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতাকর্মীরা। তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। এতে বিপুল জনসমাগক হওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকায় যানজট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার (৬ মে) থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার (৫ মে) ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
১৯ মিনিট আগেছেলে মালয়েশিয়া থাকেন ১৭ বছর। বিয়েও করেছেন সেখানে কম্বোডিয়ান এক নারীকে। তাই বাবা–মায়ের ইচ্ছে ছিল, ছেলে প্রবাস থেকে বউ নিয়ে হেলিকপ্টারে চড়ে আসবে নিজ গ্রামে। তখন সাত গ্রামের মানুষ তাঁর ছেলে ও বউকে দেখবে।
২৩ মিনিট আগেরাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের একটি বহুতল ভবনের বেসমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁদের মধ্যে কয়েকজনকে ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে