Ajker Patrika

শেরপুরে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১৬: ০৭
শেরপুরে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত এনামুল হক (৩০) হাপুনিয়া কলোনি এলাকার মোতালেব হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত এনামুল তাঁর খালা জাহানারা খাতুনের বাড়িতে থাকতেন। ২০১৩ সালে একই এলাকার মনির উদ্দিনের স্ত্রী সালমা বেগম ছুরিকাঘাতে নিহত হন। এনামুল সেই হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন। তখন তাঁকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। পরে ২০১৭ সালে জামিনে মুক্তি পেয়ে তিনি খালার বাড়িতে বসবাস করতেন।

তবে, জামিনে মুক্ত হয়ে এনামুল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা। 

এ বিষয়ে নিহতের খালা জাহানারা খাতুন বলেন, ‘এনামুল মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে একটি টিনের ঘর দেওয়া হয়েছিল, সেই ঘর এনামুল বিক্রি করে ফেলেছে। পরে আবারও একটি ছোট্ট কুঁড়েঘর দেওয়া হয়েছিল। সারা রাত বাজার এলাকায় ঘোরাফেরা করে সকালে বাড়িতে এসে এনামুল ওই কুঁড়েঘরে ঘুমাত। কিন্তু আজ সকালে আর বাড়ি ফেরেনি। সকাল সাড়ে ৮টায় এলাকাবাসী তার মরদেহ দেখে আমাকে খবর দেয়। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা কেই অনুমান করতে পারছে না।’ 

শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম এনামুলের হত্যা মামলার আসামি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের গলায় ও পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিহিত পোশাক ও এলাকাবাসীর তথ্য অনুসারে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা অব্যাহত আছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত