Ajker Patrika

আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২২: ৪৫
গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্মরণ সভায় বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা
গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্মরণ সভায় বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আওয়ামী সরকারের চরিত্র জনগণ বুঝে গেছে। নানা অনিয়ম-দুর্নীতি করে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পৃথিবীর কোনো দেশ তাঁকে আর আশ্রয় দিচ্ছে না।’

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের অত্যাচারে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। আওয়ামী লীগ সরকার চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট, এটার পরিচয় পাওয়া গেছে।’

সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সহসভাপতি মো. মজিবুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ ম রকিবুল হাসান রতন, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, মো. লিয়াকত খান, যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত