Ajker Patrika

ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক

নাটোর (লালপুর) প্রতিনিধি
ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক। ছবি: আজকের পত্রিকা
ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে ‘ইমো হ্যাকার’ ও ‘ব্যাংক রিসিট’ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে সেনাবাহিনী।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার লালপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত (১৮), লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সহ-আইনবিষয়ক সম্পাদক এস এম শাহরিয়ার পারভেজ পল্লব (৩১) এবং জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন (১৯)।

জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাঁদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত