Ajker Patrika

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে ‘ডেকে নিয়ে বিষ খাইয়ে’ হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৫: ০২
সিরাজগঞ্জে ব্যবসায়ীকে ‘ডেকে নিয়ে বিষ খাইয়ে’ হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রজব আলী (৩২) উল্লাপাড়া উপজেলার দরিপাড়া গ্রামের হানেফ আলীর ছেলে। তিনি পেশায় বাদাম বিক্রেতা।

আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান।

তিনি বলেন, এ ঘটনায় রজবের ভাই রমজান আলী বাদী হয়ে আবদুল আজিজের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেছেন। 

রমজান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার সকালে বাড়ির পাশের আজিজ নামের এক যুবক ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাঁকে দ্রুত সিরাজগঞ্জের বঙ্গমাতা ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। তাকে জোরপূর্বক বিষজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল বলে রজব আলী মৃত্যুর আগে বলে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত