Ajker Patrika

হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৫: ২৩
হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে লাল মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর বিচারক মো. আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত লাল মিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বাচ্চু মেম্বরের ছেলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ১৩ মে উল্লাপাড়ার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের কাছে খবর আসে, উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বাচ্চু মেম্বরের বাড়িতে হেরোইন বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৯ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী লাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ লাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত