Ajker Patrika

চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার ১

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৫: ২৪
চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার ১

নওগাঁ সরকারি হাসপাতালে ওয়ার্ডবয় পদে চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় বদলগাছী উপজেলার গোয়ালভিটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম প্যালেস ওরফে হাসান তৌফিক (৪২)। তিনি বদলগাছী উপজেলার পারিচা গ্রামের মৃত আজিজারের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা। তিনি সাত-আটজনের একটি সিন্ডিকেট চালাচ্ছিলেন। সিন্ডিকেটটি ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। সিন্ডিকেটটি অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে কখনো আবর জাল নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। 

গত কয়েক দিন আগে নওগাঁ সরকারি হাসপাতালে ওয়ার্ড বয় পদে নিয়োগ চলাকালে হাসান তৌফিক একজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেন। ওই প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে অবৈধভাবে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র দেয়। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানার নেতৃত্বে গতকাল সন্ধ্যায় বদলগাছীর গোয়ালভিটা এলাকা থেকে হাসান তৌফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারের পর আসামিকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। পরে আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত