নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দলের নেতা-কর্মীদের সতর্ক করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এখনো আমরা সরকারে যাইনি, মাথায় রাখতে হবে। সংগঠিত হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে।’
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রার আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এ কথা বলেন। নগরের আলুপট্টি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। তাতে রাজশাহী বিভাগের আট জেলার নেতা-কর্মীরা যোগ দেন।
সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে তার ভোট দিতে পারবে। সেদিন আমরা বুঝব দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। এ জন্য বিএনপির নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির পতাকা যেন সারা বিশ্বে তুলে ধরতে পারি।’
আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘একসময় আওয়ামী লীগ বলত, বিএনপির নেতা কে? আর আজ যদি আমরা বলি, আওয়ামী লীগের নেতা কে? আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায়?’ আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে। কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা শুধু পালিয়েই যাননি, এ দেশ থেকে তাঁর নাম-নিশানা পর্যন্ত মুছে গেছে। তাঁর দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত চুরি তারা করবে, তা দেশের মানুষও বুঝতে পারেনি। বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে, সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। সকল ব্যাংক তারা লুটপাট করেছে। এই যে রাজশাহী জুটমিল, তারা বন্ধ করে দিয়েছে। সারা বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করেছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে। জনগণকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে চলমান আন্দোলন ধরে রাখতে হবে। নেতা-কর্মীদের দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে। আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।’
শামসুজ্জামান দুদু সমাবেশে বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তারা ভারতের দালাল, এই ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। আন্দোলন এখনো থেমে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও কাজ করে যাবে বিএনপি।’
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু, হাবিবুর রহমান হাবিব, ইঞ্জিনিয়ার খালিদ চৌধুরী পাহিন, দলের বন ও পরিবেশ সম্পাদক সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
সমাবেশ সঞ্চালন করেন মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশীদ ও জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলার স্থানীয় নেতারাও বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
দলের নেতা-কর্মীদের সতর্ক করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এখনো আমরা সরকারে যাইনি, মাথায় রাখতে হবে। সংগঠিত হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে।’
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রার আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এ কথা বলেন। নগরের আলুপট্টি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। তাতে রাজশাহী বিভাগের আট জেলার নেতা-কর্মীরা যোগ দেন।
সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে তার ভোট দিতে পারবে। সেদিন আমরা বুঝব দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। এ জন্য বিএনপির নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির পতাকা যেন সারা বিশ্বে তুলে ধরতে পারি।’
আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘একসময় আওয়ামী লীগ বলত, বিএনপির নেতা কে? আর আজ যদি আমরা বলি, আওয়ামী লীগের নেতা কে? আওয়ামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায়?’ আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে। কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা শুধু পালিয়েই যাননি, এ দেশ থেকে তাঁর নাম-নিশানা পর্যন্ত মুছে গেছে। তাঁর দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এত চুরি তারা করবে, তা দেশের মানুষও বুঝতে পারেনি। বাংলাদেশে এত চুরি শেখ মুজিবের দল দেখাবে, সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। সকল ব্যাংক তারা লুটপাট করেছে। এই যে রাজশাহী জুটমিল, তারা বন্ধ করে দিয়েছে। সারা বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করেছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে। জনগণকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে চলমান আন্দোলন ধরে রাখতে হবে। নেতা-কর্মীদের দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে। আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।’
শামসুজ্জামান দুদু সমাবেশে বলেন, ‘বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তারা ভারতের দালাল, এই ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। আন্দোলন এখনো থেমে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও কাজ করে যাবে বিএনপি।’
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু, হাবিবুর রহমান হাবিব, ইঞ্জিনিয়ার খালিদ চৌধুরী পাহিন, দলের বন ও পরিবেশ সম্পাদক সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
সমাবেশ সঞ্চালন করেন মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশীদ ও জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলার স্থানীয় নেতারাও বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার লাহেড়িপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, রাত ১১টার দিকে ওয়াসিম...
৩ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে এক প্রবাসীর বাসায় ঢুকে ‘মব’ তৈরি করে তিন লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মীর বিরুদ্ধে। গত শনিবার উপজেলার বনপাড়া পৌর এলাকায় এ ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার রাতে থানায় মামলা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ১১ জনকে আসামি করে...
৫ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেসকালের দিকেই লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হয়। আইনজীবী বারবার লতিফ সিদ্দিকীর পক্ষে মামলা পরিচালনার জন্য গেলেও তিনি জানান, আদালতের প্রতি তাঁর আস্থা নেই। আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই। এ জন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করবেন না।
২ ঘণ্টা আগে