Ajker Patrika

নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ নিহত ৫

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ২১: ৫০
নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ নিহত ৫

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিক্ষক। ঘটনার পর নওগাঁ ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহারা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন (৪৮), বেলকাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন (৫৮), রামকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক লেলিন সরকার (২৭), গুজিশহর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুন ফেরদৌস (৩৫), সিএনজি চালক সেলিম রেজা (৪২)। 

এ দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক নুরজাহান বেগম (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান চারজন শিক্ষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলী বলিহার কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবারবোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়। 

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য নিয়ামতপুর সদর থেকে একটি সিএনজি অটোরিকশায় নওগাঁ সদরের নামাজগড় মাদ্রাসায় যাচ্ছিলেন। 

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে তারা সবাই ‘বিষয় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন’ বিষয়ে ট্রেনিং নেওয়ার জন্য নওগাঁয় সিএনজি যোগে রওনা দেয়। পথে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সবাই প্রাণ হারিয়েছে। 

নওগাঁ সদর থানার ভীমপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। 

নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মামুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা তুলে বিভিন্ন অংশ কেটে ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর আগে নিহতদের স্বজনেরা থানায় এসে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অটোরিকশা ও ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক।’ 

নিহত শিক্ষক দেলোয়ারের ভাই মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমার ভাই দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেন। আজ সকালে ট্রেনিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় মারা গেছে। সব শেষ হয়ে গেল। আমাদের পরিবারের প্রদীপ নিভে গেল।’ 

ঘটনার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর উপজেলার ইউএনও মির্জা ইমাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পারিবারিক পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের তহবিল থেকেও অনুদান দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত