লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ট্রেন অবরোধ করেছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের কর্মী-সমর্থকেরা। আজ রোববার সন্ধ্যার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর জংশন রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এরপরই স্টেশনের পাশে আব্দুলপুর বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।
আহতরা হলেন উপজেলার রাকদা শোভ গ্রামের বাচ্চু (২২), শোভ গ্রামের আবুল কালাম (৪০), চংধুইল গ্রামের সাগর (২৬), চকশোভ মিল্কিপাড়া গ্রামের সোহেল রানা (৩৮) ও মিল্কিপাড়া আব্দুলপুর গ্রামের রাজন (২৭)। এদের মধ্যে বাচ্চু ছাড়া সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ঢাকায় তার নাম ঘোষণা করার পরপরই লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের কর্মী-সমর্থকেরা আব্দুলপুর জংশন স্টেশনে যাত্রীবাহী উত্তরা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও খুলনা থেকে চিলাহাটিগামী খুলনা মেইল ট্রেন দুটি দুই পাশে আটকা পড়ে। আধঘণ্টা পর পুলিশ এসে রেললাইন থেকে তাঁদের সরিয়ে দেয়। এ সময় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তাঁর ভাতিজা শামীম আহমেদ সাগরের পক্ষে বিক্ষোভকারীরা স্লোগান দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের সমর্থকেরা আনন্দ মিছিলে করার সময় হামলা করে তাঁর ৫ জন কর্মীকে গুরুতর জখম করে পালিয়ে যান।’
তবে বর্তমান সংসদ সদস্যের কর্মী আব্দুল্লাহ আল মামুন ওরেঞ্জ বলেন, ‘মনোনয়ন পাওয়ায় তারা আনন্দ মিছিল বের করেন। এ সময় মনোনয়ন বঞ্চিতদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতের ঘটনা ঘটে। যার দায়ভার আমাদের ওপর দেওয়া হচ্ছে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ট্রেন অবরোধ করেছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের কর্মী-সমর্থকেরা। আজ রোববার সন্ধ্যার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর জংশন রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এরপরই স্টেশনের পাশে আব্দুলপুর বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।
আহতরা হলেন উপজেলার রাকদা শোভ গ্রামের বাচ্চু (২২), শোভ গ্রামের আবুল কালাম (৪০), চংধুইল গ্রামের সাগর (২৬), চকশোভ মিল্কিপাড়া গ্রামের সোহেল রানা (৩৮) ও মিল্কিপাড়া আব্দুলপুর গ্রামের রাজন (২৭)। এদের মধ্যে বাচ্চু ছাড়া সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ঢাকায় তার নাম ঘোষণা করার পরপরই লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের কর্মী-সমর্থকেরা আব্দুলপুর জংশন স্টেশনে যাত্রীবাহী উত্তরা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও খুলনা থেকে চিলাহাটিগামী খুলনা মেইল ট্রেন দুটি দুই পাশে আটকা পড়ে। আধঘণ্টা পর পুলিশ এসে রেললাইন থেকে তাঁদের সরিয়ে দেয়। এ সময় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তাঁর ভাতিজা শামীম আহমেদ সাগরের পক্ষে বিক্ষোভকারীরা স্লোগান দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের সমর্থকেরা আনন্দ মিছিলে করার সময় হামলা করে তাঁর ৫ জন কর্মীকে গুরুতর জখম করে পালিয়ে যান।’
তবে বর্তমান সংসদ সদস্যের কর্মী আব্দুল্লাহ আল মামুন ওরেঞ্জ বলেন, ‘মনোনয়ন পাওয়ায় তারা আনন্দ মিছিল বের করেন। এ সময় মনোনয়ন বঞ্চিতদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতের ঘটনা ঘটে। যার দায়ভার আমাদের ওপর দেওয়া হচ্ছে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
১৭ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে