Ajker Patrika

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ট্রেন অবরোধ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে ট্রেন অবরোধ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ট্রেন অবরোধ করেছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের কর্মী-সমর্থকেরা। আজ রোববার সন্ধ্যার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর জংশন রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এরপরই স্টেশনের পাশে আব্দুলপুর বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।

আহতরা হলেন উপজেলার রাকদা শোভ গ্রামের বাচ্চু (২২), শোভ গ্রামের আবুল কালাম (৪০), চংধুইল গ্রামের সাগর (২৬), চকশোভ মিল্কিপাড়া গ্রামের সোহেল রানা (৩৮) ও মিল্কিপাড়া আব্দুলপুর গ্রামের রাজন (২৭)। এদের মধ্যে বাচ্চু ছাড়া সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ঢাকায় তার নাম ঘোষণা করার পরপরই লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের কর্মী-সমর্থকেরা আব্দুলপুর জংশন স্টেশনে যাত্রীবাহী উত্তরা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও খুলনা থেকে চিলাহাটিগামী খুলনা মেইল ট্রেন দুটি দুই পাশে আটকা পড়ে। আধঘণ্টা পর পুলিশ এসে রেললাইন থেকে তাঁদের সরিয়ে দেয়। এ সময় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তাঁর ভাতিজা শামীম আহমেদ সাগরের পক্ষে বিক্ষোভকারীরা স্লোগান দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের সমর্থকেরা আনন্দ মিছিলে করার সময় হামলা করে তাঁর ৫ জন কর্মীকে গুরুতর জখম করে পালিয়ে যান।’

তবে বর্তমান সংসদ সদস্যের কর্মী আব্দুল্লাহ আল মামুন ওরেঞ্জ বলেন, ‘মনোনয়ন পাওয়ায় তারা আনন্দ মিছিল বের করেন। এ সময় মনোনয়ন বঞ্চিতদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতের ঘটনা ঘটে। যার দায়ভার আমাদের ওপর দেওয়া হচ্ছে।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত