Ajker Patrika

বগুড়ায় বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৭: ৪৮
বগুড়ায় বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজু বগুড়া সদরের রাজাপুর ইউপির চেয়ারম্যান। 

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা পরিষদ গেট থেকে সদর থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, রাজু চেয়ারম্যান বিকেলে মাটিডালী এলাকায় উপজেলা পরিষদে আসেন। এ খবর পেয়ে পুলিশ উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। উপজেলা পরিষদ থেকে বের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাজু চেয়ারম্যানের নামে বগুড়া সদর থানায় দুটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। 

উল্লেখ্য, রাজু চেয়ারম্যান বিএনপির সমর্থন নিয়ে ২০১২ সালে রাজাপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে তাঁর নামে নাশকতার কয়েকটি মামলা হয়। ২০১৪ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন রাজু। অবশ্য তিনি আওয়ামী লীগে কোনো পদ পাননি। 

গত ৫ আগস্টের পর রাজু চেয়ারম্যানের নামে দুটি হত্যা মামলা হয়। এ ছাড়া আগের আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত