Ajker Patrika

বাঁশঝাড় থেকে শিশুর নগ্ন মরদেহ উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
বাঁশঝাড় থেকে শিশুর নগ্ন মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীরামপুর গ্রামের গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম শাকিলা আক্তার (০৮)। সে ওই গ্রামের ছাকের আলীর মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী। 

স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ বলেন,‘গ্রামের আব্দুল বারীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। গ্রামের লোকজন আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে মিলাদ বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।’ 

তিনি আরও বলেন, ‘এ অবস্থায় ইফতারের আগ মুহূর্তে শিশুটির বাড়ির অদূরে গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়। শিশুটির পরনে কোনো কাপড় ছিল না। মুখে ন্যাকড়া ঢোকানো ছিল। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।’ 

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘এ ধরনের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত