তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষপান করেছে এক কিশোরী। পরে হাসপাতালে নিয়ে ওয়াশ করে তাঁকে সুস্থ করে তোলা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তানোর থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তানোর পৌরশহরের একটি গ্রামের বাসিন্দা ওই হিন্দু কিশোরী আসন্ন এসএসসি পরীক্ষার্থী। সম্প্রতি উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ে সে।
গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে রোববার বিকেলে থানায় নিয়ে আসে।
থানায় নারী ও শিশু ডেস্কে রাখা হয় কিশোরীকে, আর হাজতখানায় রাখা হয় আলামিনকে। আলামিনকে রেখে পরিবারের সঙ্গে যেতে ওই কিশোরীকে চাপ দেয় পরিবার ও পুলিশ। এ সময় কৌশলে বাথরুমে গিয়ে কিশোরী সঙ্গে থাকা বিষের বোতল থেকে পান করে।
টের পেয়ে পুলিশ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পেট ওয়াশ করে বিষ বের করে ফেলেন। প্রাণে বেঁচে যায় কিশোরী। তাকে ভর্তি করিয়ে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।
চিকিৎসাধীন ওই কিশোরী বলে, ‘আমি আলামিনকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আলামিন নামের এক যুবক ও কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই কিশোরীর পেট ওয়াশ করে বিষ বের করে ফেলা হয়েছে। আপাতত সে সুস্থ আছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর তানোর থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষপান করেছে এক কিশোরী। পরে হাসপাতালে নিয়ে ওয়াশ করে তাঁকে সুস্থ করে তোলা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তানোর থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তানোর পৌরশহরের একটি গ্রামের বাসিন্দা ওই হিন্দু কিশোরী আসন্ন এসএসসি পরীক্ষার্থী। সম্প্রতি উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ে সে।
গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে রোববার বিকেলে থানায় নিয়ে আসে।
থানায় নারী ও শিশু ডেস্কে রাখা হয় কিশোরীকে, আর হাজতখানায় রাখা হয় আলামিনকে। আলামিনকে রেখে পরিবারের সঙ্গে যেতে ওই কিশোরীকে চাপ দেয় পরিবার ও পুলিশ। এ সময় কৌশলে বাথরুমে গিয়ে কিশোরী সঙ্গে থাকা বিষের বোতল থেকে পান করে।
টের পেয়ে পুলিশ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পেট ওয়াশ করে বিষ বের করে ফেলেন। প্রাণে বেঁচে যায় কিশোরী। তাকে ভর্তি করিয়ে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।
চিকিৎসাধীন ওই কিশোরী বলে, ‘আমি আলামিনকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আলামিন নামের এক যুবক ও কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই কিশোরীর পেট ওয়াশ করে বিষ বের করে ফেলা হয়েছে। আপাতত সে সুস্থ আছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জাহানারা বেগম নামের (৪৫) এক নারী ডাকাতের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহানারা ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাড়ির মো. লোকমানের স্ত্রী। সোমবার ভোরে ঘরে ডাকাত দল ঢুকলে তাদের চিনে ফেলায় জাহানারাকে গুলি করা হয়।
৪ মিনিট আগেদোয়ারাবাজার সদরে তুচ্ছ ঘটনা নিয়ে ছুরিকাঘাতে এক শিশুকে হত্যা করা হয়েছে। নিহত শিশুর নাম হোসেন মিয়া (১২)। সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। ছুরিকাঘাতকারী একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে হোসাইন (১৮)। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
১০ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৩০ জনের নামে মামলা হয়েছে। আজ সোমবার ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান।
১৩ মিনিট আগেজামালপুরের ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাসকে অবশেষে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচ যুবককে হেনস্তা করার অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। ইসলামপুর থানা চত্বরে এএসপি অভিজিত দাসকে বদলিজনিত সংবর্ধনাও দেয় থানা-পুলিশ।
১৫ মিনিট আগে