নওগাঁর মহাদেবপুর
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
উত্তরাঞ্চলের খাদ্যশস্যসমৃদ্ধ অন্যতম জেলা নওগাঁ। কৃষকদের সুবিধার্থে জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো) নির্মাণের উদ্যোগ নেয় সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ১৫ একর জায়গা নিয়ে প্রকল্প বাস্তবায়নে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তিন বছর আগে জমি অধিগ্রহণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনে থমকে আছে কাজ। এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিকাদার গা ঢাকা দিয়েছেন। ফলে প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে।
জানা গেছে, ২০২২ সালের মাঝামাঝি ভীমপুর এলাকায় ১০ কোটি ৫৬ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দে আধুনিক সাইলো নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে শুধু মাটি ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫ কোটি ৮৭ লাখ টাকা। সাইলোর ধারণ ক্ষমতা ৪৮ হাজার টন। এটি নির্মাণে কার্যাদেশ পেয়েছে ঢাকার মেসার্স চন্দ্রদ্বীপ কনস্ট্রাকশন, রাজশাহীর মেসার্স ডন এন্টারপ্রাইজ ও নওগাঁর মেসার্স ইথেন এন্টারপ্রাইজ। শুরুতে দ্রুতগতিতে কাজ চললেও অল্প কিছু দিনের মধ্যে থমকে যায় সবকিছু। প্রকল্পের নির্ধারিত জমি ফাঁকা পড়ে আছে। গত বছরের ৩ সেপ্টেম্বর ভূমি উন্নয়নকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ৫ আগস্টের পর ঠিকাদারেরা গা ঢাকা দিয়েছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, প্রকল্পের নির্ধারিত স্থানে মাটি ভরাটের কাজ বাকি। কোথাও আগাছা জন্মে আছে। নির্মাণকাজের কোনো চিহ্ন নেই। কোনো শ্রমিক বা ঠিকাদার প্রতিষ্ঠানেরও কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় কৃষক আরমান হোসেন বলেন, ‘সাইলো যদি চালু হতো, তাহলে আমরা ফড়িয়াদের কাছে ধান বিক্রি না করে ভালো দামে সরকারকে দিতে পারতাম।’
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, ‘প্রকল্পটির বর্তমান কোনো আপডেট জানা নেই। আমি আসার পর থেকেই কাজ বন্ধ রয়েছে। তবে কী কারণে কাজ বন্ধ হয়ে আছে, আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাতে পারব।’
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, ‘মাটি ভরাটের ঠিকাদার গত ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়েছেন। আপাতত ওই জায়গায় দেয়াল নির্মাণ করে কিছু গাছ লাগানো হবে। এরপর এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তা ছাড়া এটা একটা প্রকল্পের কাজ; যা ঢাকা থেকে বাস্তবায়ন করা হচ্ছে।’
উত্তরাঞ্চলের খাদ্যশস্যসমৃদ্ধ অন্যতম জেলা নওগাঁ। কৃষকদের সুবিধার্থে জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো) নির্মাণের উদ্যোগ নেয় সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ১৫ একর জায়গা নিয়ে প্রকল্প বাস্তবায়নে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তিন বছর আগে জমি অধিগ্রহণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনে থমকে আছে কাজ। এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিকাদার গা ঢাকা দিয়েছেন। ফলে প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে।
জানা গেছে, ২০২২ সালের মাঝামাঝি ভীমপুর এলাকায় ১০ কোটি ৫৬ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দে আধুনিক সাইলো নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে শুধু মাটি ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫ কোটি ৮৭ লাখ টাকা। সাইলোর ধারণ ক্ষমতা ৪৮ হাজার টন। এটি নির্মাণে কার্যাদেশ পেয়েছে ঢাকার মেসার্স চন্দ্রদ্বীপ কনস্ট্রাকশন, রাজশাহীর মেসার্স ডন এন্টারপ্রাইজ ও নওগাঁর মেসার্স ইথেন এন্টারপ্রাইজ। শুরুতে দ্রুতগতিতে কাজ চললেও অল্প কিছু দিনের মধ্যে থমকে যায় সবকিছু। প্রকল্পের নির্ধারিত জমি ফাঁকা পড়ে আছে। গত বছরের ৩ সেপ্টেম্বর ভূমি উন্নয়নকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ৫ আগস্টের পর ঠিকাদারেরা গা ঢাকা দিয়েছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, প্রকল্পের নির্ধারিত স্থানে মাটি ভরাটের কাজ বাকি। কোথাও আগাছা জন্মে আছে। নির্মাণকাজের কোনো চিহ্ন নেই। কোনো শ্রমিক বা ঠিকাদার প্রতিষ্ঠানেরও কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় কৃষক আরমান হোসেন বলেন, ‘সাইলো যদি চালু হতো, তাহলে আমরা ফড়িয়াদের কাছে ধান বিক্রি না করে ভালো দামে সরকারকে দিতে পারতাম।’
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, ‘প্রকল্পটির বর্তমান কোনো আপডেট জানা নেই। আমি আসার পর থেকেই কাজ বন্ধ রয়েছে। তবে কী কারণে কাজ বন্ধ হয়ে আছে, আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাতে পারব।’
নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, ‘মাটি ভরাটের ঠিকাদার গত ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়েছেন। আপাতত ওই জায়গায় দেয়াল নির্মাণ করে কিছু গাছ লাগানো হবে। এরপর এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তা ছাড়া এটা একটা প্রকল্পের কাজ; যা ঢাকা থেকে বাস্তবায়ন করা হচ্ছে।’
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৭ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১১ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে