নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে একই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে বাবা ও ছেলে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া একটি ওয়ার্ডে চাচা-ভাতিজা, আরেকটি ওয়ার্ডে দুই ভাই মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাইয়ে যাতে একজনের মনোনয়নপত্র বাতিল হলেও অন্যজনেরটা বহাল থাকে, সে জন্যই এই কৌশল নেওয়া হয়েছে।
সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নগরীর ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন রাজশাহী মহানগর যুবলীগের সহসভাপতি ফারুক হোসেন। ফারুকের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁর ভাতিজা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল। রয়েলের বাবা রমজান আলী মহানগর যুবলীগের সভাপতি। এই ওয়ার্ডের কাউন্সিলর নিযাম-উল-আযীম। আওয়ামী লীগের প্রভাবশালী এই কাউন্সিলর এবারও প্রার্থী হয়েছেন। তবে তাঁকে ছাড় দিতে নারাজ যুবলীগ সভাপতির পরিবার। তাই একজনের মনোনয়ন টেকাতে একই পরিবার থেকে দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে ২১ নম্বর ওয়ার্ডের এই তিন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। চাচার সঙ্গে প্রার্থী হতে মনোনয়নপত্র তোলার ব্যাপারে জানতে চাইলে রায়হানুর রহমান রয়েল বলেন, ‘আমরা দুজনই শেষ পর্যন্ত প্রার্থী থাকব না। যেকোনো একজন নির্বাচন করব। যেহেতু দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে, তাই এখন পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে কে ভোট করবে।’
সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলীর মনোনয়নপত্র বৈধ হওয়ার আশা ছিল না। তাই নিজের পাশাপাশি ছেলে আতিকুর রহমানকে দিয়েও মনোনয়নপত্র তুলিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে অবশ্য দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আরমান আলী বলেন, ‘ছেলেকে দিয়ে মনোনয়নপত্র তুলিয়েছিলাম। কিন্তু সে তো নির্বাচন করবে না। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে। নির্বাচন আমিই করব।’ এই ওয়ার্ডে শাখাওয়াত হোসেন ও জাহাঙ্গীর আলম নামে আরও দুজন প্রার্থী হতে মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়নপত্র তাঁদেরও বৈধ ঘোষণা করা হয়েছে।
নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আকতারুজ্জামান। তাঁর মনোনয়নপত্র বাতিলের আশঙ্কা ছিল। হয়েছেও তাই। সে জন্য আকতারুজ্জামানের ভাই সারোয়ার জাহানও মনোনয়নপত্র তুলেছিলেন। যাচাই-বাছাইয়ে আকতারুজ্জামানের প্রার্থিতা বাতিল হলেও টিকে আছেন সারোয়ার জাহান। আকতারুজ্জামান প্রার্থিতা ফিরে না পেলে সারোয়ারই প্রার্থী হবেন।
জানতে চাইলে আকতারুজ্জামান বলেন, ‘আমি একজনের ঋণের গ্যারান্টার ছিলাম। আমার চেক জমা দিয়ে ঋণ নেওয়া হয়েছিল। সেই ঋণ পরিশোধ করা হয়েছে। আমার চেকও ফেরত পেয়েছি। তবে ব্যাংক বলেছে, ওই ঋণগ্রহীতা ঋণখেলাপি হয়েছেন। এ জন্য আমার প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আপিল করব।’
আকতারুজ্জামান বলেন, ‘আমার ভাইও মনোনয়নপত্র তুলেছে। তারটা বৈধ হয়েছে। তবে আমি প্রার্থিতা ফিরে পেলে সে নির্বাচন করবে না। আমি প্রার্থী হতে না পারলে সে থাকবে।’
এই ওয়ার্ডে আখতার আহম্মেদ বাচ্চু, মখলেসুর রহমান খলিল, মহিউদ্দিন বাবু, মাসুদ রানা ও রবিউল ইসলাম নামে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর ২ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর পর শুরু হবে প্রচার-প্রচারণা। ২১ জুন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে একই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে বাবা ও ছেলে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া একটি ওয়ার্ডে চাচা-ভাতিজা, আরেকটি ওয়ার্ডে দুই ভাই মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাইয়ে যাতে একজনের মনোনয়নপত্র বাতিল হলেও অন্যজনেরটা বহাল থাকে, সে জন্যই এই কৌশল নেওয়া হয়েছে।
সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নগরীর ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন রাজশাহী মহানগর যুবলীগের সহসভাপতি ফারুক হোসেন। ফারুকের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁর ভাতিজা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল। রয়েলের বাবা রমজান আলী মহানগর যুবলীগের সভাপতি। এই ওয়ার্ডের কাউন্সিলর নিযাম-উল-আযীম। আওয়ামী লীগের প্রভাবশালী এই কাউন্সিলর এবারও প্রার্থী হয়েছেন। তবে তাঁকে ছাড় দিতে নারাজ যুবলীগ সভাপতির পরিবার। তাই একজনের মনোনয়ন টেকাতে একই পরিবার থেকে দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে ২১ নম্বর ওয়ার্ডের এই তিন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। চাচার সঙ্গে প্রার্থী হতে মনোনয়নপত্র তোলার ব্যাপারে জানতে চাইলে রায়হানুর রহমান রয়েল বলেন, ‘আমরা দুজনই শেষ পর্যন্ত প্রার্থী থাকব না। যেকোনো একজন নির্বাচন করব। যেহেতু দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে, তাই এখন পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে কে ভোট করবে।’
সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলীর মনোনয়নপত্র বৈধ হওয়ার আশা ছিল না। তাই নিজের পাশাপাশি ছেলে আতিকুর রহমানকে দিয়েও মনোনয়নপত্র তুলিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে অবশ্য দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আরমান আলী বলেন, ‘ছেলেকে দিয়ে মনোনয়নপত্র তুলিয়েছিলাম। কিন্তু সে তো নির্বাচন করবে না। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে। নির্বাচন আমিই করব।’ এই ওয়ার্ডে শাখাওয়াত হোসেন ও জাহাঙ্গীর আলম নামে আরও দুজন প্রার্থী হতে মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়নপত্র তাঁদেরও বৈধ ঘোষণা করা হয়েছে।
নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আকতারুজ্জামান। তাঁর মনোনয়নপত্র বাতিলের আশঙ্কা ছিল। হয়েছেও তাই। সে জন্য আকতারুজ্জামানের ভাই সারোয়ার জাহানও মনোনয়নপত্র তুলেছিলেন। যাচাই-বাছাইয়ে আকতারুজ্জামানের প্রার্থিতা বাতিল হলেও টিকে আছেন সারোয়ার জাহান। আকতারুজ্জামান প্রার্থিতা ফিরে না পেলে সারোয়ারই প্রার্থী হবেন।
জানতে চাইলে আকতারুজ্জামান বলেন, ‘আমি একজনের ঋণের গ্যারান্টার ছিলাম। আমার চেক জমা দিয়ে ঋণ নেওয়া হয়েছিল। সেই ঋণ পরিশোধ করা হয়েছে। আমার চেকও ফেরত পেয়েছি। তবে ব্যাংক বলেছে, ওই ঋণগ্রহীতা ঋণখেলাপি হয়েছেন। এ জন্য আমার প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আপিল করব।’
আকতারুজ্জামান বলেন, ‘আমার ভাইও মনোনয়নপত্র তুলেছে। তারটা বৈধ হয়েছে। তবে আমি প্রার্থিতা ফিরে পেলে সে নির্বাচন করবে না। আমি প্রার্থী হতে না পারলে সে থাকবে।’
এই ওয়ার্ডে আখতার আহম্মেদ বাচ্চু, মখলেসুর রহমান খলিল, মহিউদ্দিন বাবু, মাসুদ রানা ও রবিউল ইসলাম নামে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর ২ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর পর শুরু হবে প্রচার-প্রচারণা। ২১ জুন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
১৯ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে