Ajker Patrika

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, ঈশ্বরদী 
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা  জরিমানা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় ও স্টেশন প্ল্যাটফর্ম থেকে ১ হাজার যাত্রীকে ফেরত পাঠিয়েছে পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক দপ্তর। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে পাকশী রেল বিভাগের ঈশ্বরদী জংশনসহ বেশ কয়েকটি স্টেশনে। পাকশী রেল সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের উপস্থিত ছিলেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, খুলনা স্টেশনের এরিয়া অপারেটিং ম্যানেজার মুজিবুর রহমান, রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম, সান্তাহার স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, পোড়াদহ স্টেশনে শফিকুর রহমান ও নুরুল আলম। 

রেল সূত্রে জানা গেছে, পাকশী বিভাগের ছয়টি স্টেশনে আন্তনগর চিত্রা মধুমতি, সুন্দরবন, তিতুমীর, টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ কয়েকটি যাত্রীবাহী ট্রেনে এ অভিযান চালানো হয়। এ সময় বিনা টিকিটের ১ হাজার যাত্রীকে ফেরত পাঠায় এবং ৩৩০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। 

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ট্রেনে যাত্রী সেবা নিশ্চিত ও আয় বাড়ানোর লক্ষ্যে এ অভিযান নিয়মিত চলবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত