চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করার পর সোহেল রানা (৩৮) নামের ওই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। এরপর ওই দিন পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওই যুবলীগ কর্মী হলেন, উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের সাদেকুল মাস্টারের ছেলে ও সোনামসজিদ স্থলবন্দর ১ নম্বর ওয়ার্ড শাখার যুবলীগ কর্মী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মেসবাহুল হক জানান, মামলার বিবরণে বলা হয়-সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেন যুবলীগ কর্মী সোহেল রানা। বিষয়টি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশার নজরে আসলে ক্ষুব্ধ হয়ে তিনি আইনের আশ্রয় নেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বলেন, গ্রেপ্তার হওয়া সোহেল রানা শুধু এস এম কামাল হোসেনকে নয়, পুরো আওয়ামী লীগ পরিবারকে নিয়ে কটূক্তি করেছেন। তাঁর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
সোহেল রানার দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের সোনামসজিদ স্থলবন্দর শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করার পর সোহেল রানা (৩৮) নামের ওই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। এরপর ওই দিন পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওই যুবলীগ কর্মী হলেন, উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের সাদেকুল মাস্টারের ছেলে ও সোনামসজিদ স্থলবন্দর ১ নম্বর ওয়ার্ড শাখার যুবলীগ কর্মী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মেসবাহুল হক জানান, মামলার বিবরণে বলা হয়-সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেন যুবলীগ কর্মী সোহেল রানা। বিষয়টি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশার নজরে আসলে ক্ষুব্ধ হয়ে তিনি আইনের আশ্রয় নেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বলেন, গ্রেপ্তার হওয়া সোহেল রানা শুধু এস এম কামাল হোসেনকে নয়, পুরো আওয়ামী লীগ পরিবারকে নিয়ে কটূক্তি করেছেন। তাঁর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
সোহেল রানার দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের সোনামসজিদ স্থলবন্দর শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরী (৮০) মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ২টায় জামালপুর শহরের আমলাপাড়া নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ মিনিট আগেনিহত গৃহবধূর ফুপা শামসুদ্দোহা খানের ভাষ্য, গতকাল বুধবার রাত ২টার দিকে সিফাত আলী তাঁর শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে বলেন, ‘কেয়া খুবই অসুস্থ।’ এরপর স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান নাজমা বেগম। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন সিফাত। হাসপাতালে পৌঁছার পর এক...
৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম সামির খান (২৫)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৮ মিনিট আগেশেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে