Ajker Patrika

রাজশাহীতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ১৫
রাজশাহীতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে চাঁদাবাজি, গ্রেপ্তার ৭

রাজশাহীতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ অন্যান্য যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহীর দুটি স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে র‍্যাব-৫-এর একটি দল। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাতজনের মধ্যে রাজশাহীর বাইপাস এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন চাঁদাবাজ চক্রের মূল হোতা আখতারুজ্জামান হেলেন (৪৯), আব্দুর রাজ্জাক (৪৭), আব্দুল কুদ্দুস (৫৫) ও মো. মিন্টু (৩৬)।

আখতারুজ্জামান হেলেন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার বাসিন্দা। রাজ্জাকের বাড়ি নগরীর খোজাপুর মহল্লায়। আব্দুল কুদ্দুস তেরখাদিয়া এলাকার এবং  মিন্টু রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি এলাকার বাসিন্দা।

তাঁরা চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া চাল, ডাল ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করতেন বলে র‍্যাব জানিয়েছে।

রাজশাহীর কাটাখালী এলাকা থেকে আরও তিনজনকে আটক করে র‍্যাব। এই তিনজন হলেন আশরাফুল ইসলাম (৩২), মানিক আলী (৩৮) ও দুরুল হোদা (৩৮)। আশরাফুল ইসলাম পুঠিয়ার বেলপুকুর এলাকার বাসিন্দা। আর দুরুল ও মানিকের বাড়ি নামাজগ্রাম এলাকায়। এদের কাছ থেকে কয়েকটি লাঠি, চাঁদা তোলার রসিদ, টোকেন ও ৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, চক্রটি লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, লেগুনাসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। চাঁদা না পেলে তাঁরা গাড়ি ভাঙচুর করছিলেন।

এ ছাড়া চালকদের আটকে রেখে মারধরও করতেন তাঁরা। আজ সোমবার সকালে তাঁদের শাহমখদুম ও কাটাখালী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত