Ajker Patrika

উল্লাপাড়ায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে কর্মবিরতি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৪
উল্লাপাড়ায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে কর্মবিরতি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করছেন কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে এ কর্মবিরতি শুরু করেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তারা কর্মসূচি পালন করছে। গতকাল বুধবার সকাল থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।

প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজ, কর্মচারীদের অবৈধভাবে বেতন কর্তন এবং সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তার অপসারণ দাবি করছেন কর্মচারীরা। তাঁকে অপসারণ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। এতে করে টিকা প্রদানসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মবিরতি চলাকালে কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিভিন্ন স্লোগানে তারা ডা. আনোয়ার হোসেনকে অপসারণের দাবি জানান।

কর্মবিরতি পালনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম রাশেদুল হাসান বলেন, ‘এই কর্মকর্তা করোনাকালীন সরকারের দেওয়া বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে এবং আমাদের ভর্তি দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। কমিউনিটি ক্লিনিকের এমএইচভিদের বেতনের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে আমরা তাঁর অপসারণ চাই। তাঁকে এখান থেকে দ্রুত অপসারণ করা না হলে আমাদের আন্দোলন চলবেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত