Ajker Patrika

অস্ত্র মামলায় সিরাজগঞ্জে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১২: ৪৮
অস্ত্র মামলায় সিরাজগঞ্জে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

অস্ত্র মামলায় সিরাজগঞ্জে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর বিচারক সুপ্রিয়া রহমান এই কারাদণ্ড দেন। স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর সরকারি কৌঁসুলি মহসিন খান রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা জেলার খয়ের বাগান গ্রামের আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান (১৯) ও ভাউডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে আব্দুল ওয়াহাব (৩৫)। এঁদের মধ্যে আব্দুল ওয়াহাব পলাতক রয়েছেন। 

মামলা সূত্রে ২০১৯ সালের ৬ নভেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামে সিলভার ডেল পার্কের মেইন গেটে অস্ত্র বেচাকেনা হচ্ছে—এমন খবরে সেখানে অভিযান চালায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ। এ সময় আব্দুল ওয়াহাব কাছ থেকে একটি দেশীয় বন্দুক এবং মিজানুর রহমানের কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে ২৭টি পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। 

সরকারি কৌঁসুলি মহসিন খান রানা বলেন, মামলা চলাকালে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত