Ajker Patrika

জনগণ উন্নয়ন ও শান্তির পক্ষে থাকবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৬: ০৮
জনগণ উন্নয়ন ও শান্তির পক্ষে থাকবে: খাদ্যমন্ত্রী

আগুন সন্ত্রাসীদের সঙ্গে নয়, জনগণ উন্নয়ন ও শান্তির সঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

আজ রোববার নওগাঁর পোরশা উপজেলার বড়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস করে, জনগণের সম্পদ নষ্ট করে, আর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা পুলিশ হত্যা করে, তাদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না।’ 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অত্যাচার নির্যাতন ও আগুন সন্ত্রাসীর কাছে মাথা নত করে, তাহলে দেশের ১৭ কোটি মানুষেরই মাথানত হয়ে যায়। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, আমার জীবন যেতে পারে কিন্তু আমি সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দিয়ে যাব না।’ 

তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই, এই দেশটাকে সুখী, সমৃদ্ধিশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আর সে জন্য জনগণের সমর্থন চাই।’ 

দেশকে সন্ত্রাসীদের হাতে তুলে দেবেন, না কি যিনি বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করেছেন তাঁর পক্ষে থাকবেন, সে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে।’ 

এ সভায় ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত