বগুড়া প্রতিনিধি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার ব্যবসায়ীদের হয়রানি করবে না। তবে কেউ যদি ধান-চাল নিয়ে কোনো অনিয়ম করেন, তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।
আজ রোববার বেলা ১টা থেকে টানা তিন ঘণ্টা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, নির্বাচনের আগে ও পরের এই সময়ে অনেক ব্যবসায়ী লোভ সামলাতে না পেরে চালের মূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করেছিলেন। এখন সেই সুযোগ বন্ধ করতে নতুন আইন তৈরি করা হয়েছে। চালের বস্তার গায়ে উৎপাদন তারিখ, মূল্য ও কোন জাতের চাল, তা লিপিবদ্ধ করতে হবে।
মন্ত্রী বলেন, ধান-চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভরা মৌসুমে চালের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। গুজব ছড়িয়ে মূল্যবৃদ্ধির প্রবণতা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘সবাই দেশকে ভালোবাসলেই দেশ থেকে ক্ষুধা নিরুদ্দেশ হবে এবং আমাদের স্বাধীনতা সার্থক হবে।’
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার পাল, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ বগুড়ার বিভিন্ন চালকলমালিক, চালের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার ব্যবসায়ীদের হয়রানি করবে না। তবে কেউ যদি ধান-চাল নিয়ে কোনো অনিয়ম করেন, তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।
আজ রোববার বেলা ১টা থেকে টানা তিন ঘণ্টা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, নির্বাচনের আগে ও পরের এই সময়ে অনেক ব্যবসায়ী লোভ সামলাতে না পেরে চালের মূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করেছিলেন। এখন সেই সুযোগ বন্ধ করতে নতুন আইন তৈরি করা হয়েছে। চালের বস্তার গায়ে উৎপাদন তারিখ, মূল্য ও কোন জাতের চাল, তা লিপিবদ্ধ করতে হবে।
মন্ত্রী বলেন, ধান-চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভরা মৌসুমে চালের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। গুজব ছড়িয়ে মূল্যবৃদ্ধির প্রবণতা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘সবাই দেশকে ভালোবাসলেই দেশ থেকে ক্ষুধা নিরুদ্দেশ হবে এবং আমাদের স্বাধীনতা সার্থক হবে।’
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার পাল, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ বগুড়ার বিভিন্ন চালকলমালিক, চালের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১০ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
১২ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা-ডাঙ্গারচর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিকট শব্দ ও কাঁপুনিতে এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রতিবাদে তাঁরা আজ বুধবার সকালে কেন্দ্রের মূল ফটকে মানববন্ধন করেছেন। ঘাট চৌধুরীর বাড়ি ও হাজি ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে
২৪ মিনিট আগে