Ajker Patrika

ধান-চালের কৃত্রিম সংকট তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে মামলা: খাদ্যমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৫৬
ধান-চালের কৃত্রিম সংকট তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে মামলা: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার ব্যবসায়ীদের হয়রানি করবে না। তবে কেউ যদি ধান-চাল নিয়ে কোনো অনিয়ম করেন, তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। 

আজ রোববার বেলা ১টা থেকে টানা তিন ঘণ্টা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় মন্ত্রী বলেন, নির্বাচনের আগে ও পরের এই সময়ে অনেক ব্যবসায়ী লোভ সামলাতে না পেরে চালের মূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করেছিলেন। এখন সেই সুযোগ বন্ধ করতে নতুন আইন তৈরি করা হয়েছে। চালের বস্তার গায়ে উৎপাদন তারিখ, মূল্য ও কোন জাতের চাল, তা লিপিবদ্ধ করতে হবে। 

মন্ত্রী বলেন, ধান-চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভরা মৌসুমে চালের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। গুজব ছড়িয়ে মূল্যবৃদ্ধির প্রবণতা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। 

মন্ত্রী আরও বলেন, ‘সবাই দেশকে ভালোবাসলেই দেশ থেকে ক্ষুধা নিরুদ্দেশ হবে এবং আমাদের স্বাধীনতা সার্থক হবে।’ 

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার পাল, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ বগুড়ার বিভিন্ন চালকলমালিক, চালের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত