নওগাঁ প্রতিনিধি
উত্তরের জেলা নওগাঁয় বেড়েছে শীত। কুয়াশার সঙ্গে যোগ হয়েছে হিমেল হাওয়া। শীতের এমন দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।
আজ শনিবার সকালে নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। জেলায় এই মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।
গত কয়েক দিন ধরেই নওগাঁয় তাপমাত্রা থাকছে ১০ ডিগ্রির আশপাশে। সন্ধ্যার পর থেকেই কুয়াশা আর দিনভর হিমেল হাওয়ায় বেড়েছে শীত। বেলা ১১টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। দিনভর দেখা মিলছে না সূর্যের। সারা দিনে অল্প সময়ের জন্য দেখা পাওয়া গেলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। এতে ঘর থেকে বের হওয়ায় কঠিন হয়ে পড়েছে।
আজ সকালে নওগাঁর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। ঝিরিঝিরি বাতাস বইতে থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার মধ্যে গায়ে গরম কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন গন্তব্যে। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। পথের ধারে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
মুক্তির মোড়ে কথা হয় রিকশাচালক এনামুল হকের সঙ্গে। বলেন, ‘কুয়াশা আর ঠান্ডা বাতাস বেশি হচ্ছে দুই দিন ধরে। ঠান্ডায় মানুষের চলাচল কমেছে। ভাড়াও কমে গেছে। পেটের তাগিদে বের হয়েছি। খুব কষ্টে আছি।’
দিনমজুর ইকবাল হোসেন বলেন, ‘এই কনকনে শীত আর ঘন কুয়াশায় কাজে যাওয়া যে কী কষ্টকর, তা বলে বোঝানো সম্ভব নয়। তার পরও কষ্ট করে বের হয়েছি।’ রিকশাচালক কালাম হোসেন বলেন, মোটা গরম কাপড় পরেও শীত মানছে না। হাত-পা বরফের মতো ঠান্ডা থাকছে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটাই এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত জেঁকে বসেছে।
তিনি জানান, গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর বুধবার ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, টানা শীত ও কুয়াশার কারণে সবজিখেত ও ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কৃষকদের ফসল রক্ষায় বীজতলা ভালোভাবে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
উত্তরের জেলা নওগাঁয় বেড়েছে শীত। কুয়াশার সঙ্গে যোগ হয়েছে হিমেল হাওয়া। শীতের এমন দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।
আজ শনিবার সকালে নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। জেলায় এই মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।
গত কয়েক দিন ধরেই নওগাঁয় তাপমাত্রা থাকছে ১০ ডিগ্রির আশপাশে। সন্ধ্যার পর থেকেই কুয়াশা আর দিনভর হিমেল হাওয়ায় বেড়েছে শীত। বেলা ১১টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। দিনভর দেখা মিলছে না সূর্যের। সারা দিনে অল্প সময়ের জন্য দেখা পাওয়া গেলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। এতে ঘর থেকে বের হওয়ায় কঠিন হয়ে পড়েছে।
আজ সকালে নওগাঁর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। ঝিরিঝিরি বাতাস বইতে থাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার মধ্যে গায়ে গরম কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন গন্তব্যে। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। পথের ধারে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
মুক্তির মোড়ে কথা হয় রিকশাচালক এনামুল হকের সঙ্গে। বলেন, ‘কুয়াশা আর ঠান্ডা বাতাস বেশি হচ্ছে দুই দিন ধরে। ঠান্ডায় মানুষের চলাচল কমেছে। ভাড়াও কমে গেছে। পেটের তাগিদে বের হয়েছি। খুব কষ্টে আছি।’
দিনমজুর ইকবাল হোসেন বলেন, ‘এই কনকনে শীত আর ঘন কুয়াশায় কাজে যাওয়া যে কী কষ্টকর, তা বলে বোঝানো সম্ভব নয়। তার পরও কষ্ট করে বের হয়েছি।’ রিকশাচালক কালাম হোসেন বলেন, মোটা গরম কাপড় পরেও শীত মানছে না। হাত-পা বরফের মতো ঠান্ডা থাকছে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটাই এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত জেঁকে বসেছে।
তিনি জানান, গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর বুধবার ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, টানা শীত ও কুয়াশার কারণে সবজিখেত ও ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কৃষকদের ফসল রক্ষায় বীজতলা ভালোভাবে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটকের ঘটনায় ৫৩ বিজিবি সদস্যদের বিরুদ্ধে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ
০১ জানুয়ারি ১৯৭০রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৯ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে