Ajker Patrika

বড়াইগ্রামে ভটভটি উল্টে চালক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৩: ৩৫
বড়াইগ্রামে ভটভটি উল্টে চালক নিহত

নাটোরের বড়াইগ্রামে গরুবোঝাই ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৯ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বনপারা-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোডের তরমুজ তেলের পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাকির হোসের (৩০)। তিনি উপজেলার উপলশহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আহতদের উদ্ধার করে আব্দুল কুদ্দুস নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভটভটির যাত্রী আব্দুল কুদ্দুস বৃহস্পতিবার সকালে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে ১৪টি গরু নিয়ে সিরাজগঞ্জের নওগাঁয় হাটে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আরও ৯ জন। তরমুজ তেলের পাম্প এলাকায় পৌঁছালে ফিডার রোড থেকে মহাসড়কে উঠতে গিয়ে উল্টে যায়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। 

বনপারা হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিজের ভটভটি উল্টে গিয়ে নিহত হয়েছেন ওই চালক। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত