Ajker Patrika

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৪: ৩৫
নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সীমান্ত এলাকায় ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে নীলমারী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বাংলাদেশি যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর কলোনিপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চার-পাঁচজন চোরাকারবারি সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আনছিল। এ সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এতে অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বাংলাদেশি মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নম্বর এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যান। 

নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘সোমবার বিকেলের দিকে আল-আমিন ঘর থেকে বের হন। ভোররাতের দিকে ভারতের অভ্যন্তরে আল আমিনকে বিএসএফ গুলি করে হত্যা করে। কী কারণে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না।’

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, ‘গুলির ঘটনা আমরাও শুনেছি। এ ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত