Ajker Patrika

সিরাজগঞ্জে বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১০: ৪৪
সিরাজগঞ্জে বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা নাটোর সিটি কলেজের শিক্ষার্থী। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- জেলার বেলকুচি উপজেলার আব্দুল বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সকালে সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগরে পৌঁছালে একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

পুলিশ কর্মকর্তা বদরুল কবীর বলেন, ‘তিনজনের মরদেহ থানায় আনা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা এসেছেন। মরদেহ শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত