Ajker Patrika

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি  
সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার জেলা যুবদলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা এ তথ্য নিশ্চিত করে বলেন, উল্লেখিত নেতাদের একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তাঁরা শোনেননি। কেন্দ্রের নির্দেশে তাঁদের বহিষ্কার করা হয়েছে। এখন থেকে তাঁদের অপকর্মের দায় দল বহন করবে না।

বহিষ্কৃতরা হলেন—বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী, দৌলতপুর ইউনিয়নের দুলগরা খালির সদস্য হাফিজুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া তাঁদের কোনো অপরাধের দায়-দায়িত্ব সংগঠন নেবে না। বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত