Ajker Patrika

রাজশাহীতে পূজামণ্ডপে হামলার অভিযোগ, থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে পূজামণ্ডপে হামলার অভিযোগ। ছবি: সংগৃহীত
রাজশাহীতে পূজামণ্ডপে হামলার অভিযোগ। ছবি: সংগৃহীত

রাজশাহীর একটি পূজামণ্ডপে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের ফুদকিপাড়া এলাকায় সরস্বতী পূজার একটি মণ্ডপে স্থানীয় কিছু ব্যক্তি এ হামলা চালান। তাঁরা প্যান্ডেল ও সাউন্ড বক্স ভেঙে চলে যান।

এ ঘটনার পর সনাতন ধর্মাবলম্বীরা নগরের বোয়ালিয়া থানা ঘেরাও করে বিচার দাবি করেন। পরে রাতেই হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের রাজশাহীর সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে ক্ষুব্ধ সনাতনীরা মধ্যরাতে বিক্ষোভ করেন।

লিখিত অভিযোগে হামলাকারী হিসেবে শান্ত (৩৫), সানোয়ার (৩০), শাকিল (২৫), জীবন (৩০), আকাশ (৩০), দীপ্ত (৩০), শফিক (৩৫), আলো (২৬), সুইট (২৬) ও শিশির (৩০) নামের নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বাড়ি পাশের বড়কুঠিপাড়া মহল্লায় উল্লেখ করা হলেও অভিযোগে কারও বাবার নাম লেখা হয়নি।

এর আগে হামলার সময় এক ব্যক্তি ফেসবুকে লাইভ শুরু করেন। এ সময় তিনি হামলাকারী হিসেবে একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কথা বলেন। তবে লিখিত অভিযোগে কারও পরিচয় সুনির্দিষ্ট না থাকায় অভিযোগের ব্যাপারে কারও সঙ্গে কথা বলা যায়নি।

অভিযোগে বলা হয়, ‘ফুদকিপাড়া এলাকার মন্নুজান স্কুল মাঠে সপ্তসতী ও আশীর্বাদ সংঘের উদ্যোগে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল। রাতে সনাতনী যুবকেরা গানবাজনার সঙ্গে সেখানে নাচানাচি করছিল। তখন হামলাকারী যুবকেরা তাঁদের সঙ্গে এসে নাচানাচি শুরু করেন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করেন এবং প্যান্ডেল ও সাউন্ড বক্স ভাঙচুর করেন। হামলাকারীরা মেয়েদেরও মারধর করেন।’

পরে টহল পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাঁরা গালাগাল ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। তবে কেন বা কী কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, তা অভিযোগে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালেই প্রতিমা বিসর্জনের কথা ছিল। সকাল পর্যন্ত পুলিশও ছিল। কিন্তু তারা নাচগান করছিল। তখন রাতে ওই ঘটনাটা ঘটে গেছে। তবে প্রতিমা ভাঙচুর হয়নি। শুধু প্যান্ডেল আর সাউন্ড বক্স উল্টে দেওয়া হয়েছে।’

ওসি আরও বলেন, ‘এ ব্যাপারে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত