Ajker Patrika

শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে ৪২০ কেজি চাল উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শাহজাদপুরে পরিত্যক্ত স্থান থেকে ৪২০ কেজি চাল উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যক্ত স্থানে থাকা ৪২০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কৈজুরী ইউনিয়নের কৈজুরী ঠুটিয়া কলেজের সামনে এই ঘটনা ঘটে। 

চাল উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন। তিনি বলেন, ‘উদ্ধার করা ৬০ কেজির ৭ বস্তা চাল ইউপির ৩ নম্বর সদস্য বাচ্চু বেপারীর হেফাজতে আছে।’ 

স্থানীয় লোকজন জানান, সাত বস্তা চাল পরিত্যক্ত স্থানে দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ইউপির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন গ্রামপুলিশ পাঠিয়ে বস্তাগুলো হেফাজতে নেন। 

এদিকে উদ্ধার হওয়া চালের বস্তাগুলো সরকারের বলে দাবি করেছেন স্থানীয় অনেকে। তাঁরা ক্ষোভ জানিয়ে বলেন, প্রকৃত উপকারভোগী বাছাই না করা ও কালোবাজারিদের বিচারের আওতায় না আনায় দুস্থদের চাল কালোবাজারে বিক্রি হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘চালের বস্তাগুলো ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) না ন্যায্যমূল্যের তা সঠিকভাবে জানা যায়নি। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তদন্ত করে দেখতে বলা হয়েছে। মহিলাবিষয়ক কর্মকর্তাকেও বিষয়টি দেখতে বলা হবে। বারবার দুস্থদের চাল কালোবাজারে বিক্রি ঠেকাতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত