Ajker Patrika

বগুড়ায় আটক বিএনপির ১৪ নেতা-কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় আটক বিএনপির ১৪ নেতা-কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ

বগুড়ার সোনাতলায় বিএনপির আটক ১৪ নেতা-কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাতে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ দিন বিকেলে সোনাতলা সদর, জোড়গাছা ও মধুপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে তাদের আটক করেছিল পুলিশ।

সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেএম হুমায়ন কবির বলেন, ‘পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা-কর্মীদের আটক করেছিল। পরে তাদের ছেড়ে দিয়েছে।’

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির পদযাত্রা কর্মসূচির নামে সড়কে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীকে আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কারও বিরুদ্ধে আগের কোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানাও ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত