Ajker Patrika

প্রশাসন বাল্যবিবাহ বন্ধ করার পর স্কুলছাত্রীর আত্মহত্যা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রশাসন বাল্যবিবাহ বন্ধ করার পর স্কুলছাত্রীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার পরও পড়াশোনা করতে চেয়েছিল মেয়েটি (১৭)। গত ২৪ ডিসেম্বর পরিবার বিয়ে ঠিক করে তার। উপজেলা প্রশাসন এসে সেই বিয়ে বন্ধ করে। বিয়ে ভাঙার দশ দিনের মাথায় আত্মহত্যা করল সে। 

আজ মঙ্গলবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার কালীগঞ্জে নিজের শোয়ার ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে বলে দাবি পরিবারের। 

নলডাঙ্গা থানা-পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসি পাস করে লেখাপড়া করতে চেয়েছিল সে। কিন্তু পরিবার তার বিয়ে ঠিক করে। ১৮ বছর পূর্ণ না হওয়ায় উপজেলা প্রশাসন বিয়ে বন্ধ করে। মেয়েটিও চায়নি বিয়ে করতে। সে আরও পড়াশোনা করতে চেয়েছিল। বিয়ে বন্ধ হওয়ার জন্য মেয়েটিকেই দায়ী করছিল পরিবার। 

এ ব্যাপারে জানতে চাইলে নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ার পরও তার পরিবার বিয়ের আয়োজন করে। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন গিয়ে বিয়ে বন্ধ করে। মেয়েটিও চেয়েছিল এই বিয়ে না হোক। মেয়েটির পরিবার বিয়ে বন্ধ হওয়ার জন্য ওই মেয়েটিকেই দায়ী করে। এই অপবাদ সইতে না পেয়ে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত