রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ঘুরতে আসা এক শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ বুধবার এ ঘটনায় জড়িত অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে মতিহার থানা সংলগ্ন সুইটের মোড় থেকে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন রুয়েট ছাত্রলীগের সহসম্পাদক শাহ আলম রাতুল (২৪), নূর মোহাম্মদ নাবিল (২৩) ও কামরান সিদ্দিক রাশেদ (২৩)। তিনজনই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ও শহীদ শহিদুল ইসলাম হলের শিক্ষার্থী।
অন্যদিকে ভুক্তভোগী নাজমুল হাসান রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ফরিদপুরে।
মামলায় জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে নাজমুল তাঁর বান্ধবীকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সংলগ্ন পুকুর পাড়ে বসে গল্প করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন রাতুল, নাবিল ও রাশেদ। তাঁরা নাজমুলের কাছে পরিচয় জানতে চান। নাজমুল ক্যাম্পাসে ঘুরতে এসেছে জানালে, ওই তিনজন নাজমুলের বান্ধবীকে চলে যেতে বলে। তাঁর বান্ধবী ভয়ে তাৎক্ষণিক ক্যাম্পাস ত্যাগ করেন।
মামলায় আরও জানা গেছে, ওই তিনজন নাজমুলকে মোটরসাইকেলে তুলে রুয়েটে নিয়ে যান। সেখানে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু নাজমুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মতিহার থানা সংলগ্ন সুইটের মোড়ে একটি গ্যারেজে নিয়ে যান। সেখানে অজ্ঞাত আরও দুই ব্যক্তি তাঁদের সঙ্গে যুক্ত হয়। তাঁরা হুমকি দিলে একপর্যায়ে নাজমুল বাধ্য হয়ে তাঁর কয়েকজন বন্ধুকে টাকার জন্য ফোন করেন। সময় পার হওয়ার পরও টাকা না পাঠানোয় নাজমুলকে পাইপ দিয়ে মারধর করে অভিযুক্তরা।
নাজমুল বাধ্য হয়ে তাঁর বাবাকে কল করেন। এ সময় অভিযুক্তরা তাঁর বাবার সঙ্গে কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। এই মধ্যে তার বন্ধুরা অপহরণে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে নাজমুলকে উদ্ধার করে এবং রাতুল, নাবিল ও রাশেদকে আটক করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মতিহার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় আমরা তিনজনকে আটক করি। পরে ভুক্তভোগী শিক্ষার্থী মামলা দায়ের করলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জানতে চাইলে রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপু আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণের ঘটনায় আমাদের ছাত্রলীগের এক নেতা জড়িত। ইতিমধ্যে তাঁকে সংগঠনকে থেকে অব্যাহতি দিয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছি ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য।’
এ বিষয়ে রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসাইন বলেন, ‘বিষয়টি ছাত্রকল্যাণ পরিচালকের কাছ থেকে মৌখিকভাবে জেনেছি। তাঁর কাছ থেকে লিখিতভাবে নিয়ে শৃঙ্খলা কমিটিতে বিষয়টি আলোচনা করব। সেখানে অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ঘুরতে আসা এক শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আজ বুধবার এ ঘটনায় জড়িত অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে মতিহার থানা সংলগ্ন সুইটের মোড় থেকে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন রুয়েট ছাত্রলীগের সহসম্পাদক শাহ আলম রাতুল (২৪), নূর মোহাম্মদ নাবিল (২৩) ও কামরান সিদ্দিক রাশেদ (২৩)। তিনজনই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ও শহীদ শহিদুল ইসলাম হলের শিক্ষার্থী।
অন্যদিকে ভুক্তভোগী নাজমুল হাসান রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ফরিদপুরে।
মামলায় জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে নাজমুল তাঁর বান্ধবীকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সংলগ্ন পুকুর পাড়ে বসে গল্প করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন রাতুল, নাবিল ও রাশেদ। তাঁরা নাজমুলের কাছে পরিচয় জানতে চান। নাজমুল ক্যাম্পাসে ঘুরতে এসেছে জানালে, ওই তিনজন নাজমুলের বান্ধবীকে চলে যেতে বলে। তাঁর বান্ধবী ভয়ে তাৎক্ষণিক ক্যাম্পাস ত্যাগ করেন।
মামলায় আরও জানা গেছে, ওই তিনজন নাজমুলকে মোটরসাইকেলে তুলে রুয়েটে নিয়ে যান। সেখানে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু নাজমুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মতিহার থানা সংলগ্ন সুইটের মোড়ে একটি গ্যারেজে নিয়ে যান। সেখানে অজ্ঞাত আরও দুই ব্যক্তি তাঁদের সঙ্গে যুক্ত হয়। তাঁরা হুমকি দিলে একপর্যায়ে নাজমুল বাধ্য হয়ে তাঁর কয়েকজন বন্ধুকে টাকার জন্য ফোন করেন। সময় পার হওয়ার পরও টাকা না পাঠানোয় নাজমুলকে পাইপ দিয়ে মারধর করে অভিযুক্তরা।
নাজমুল বাধ্য হয়ে তাঁর বাবাকে কল করেন। এ সময় অভিযুক্তরা তাঁর বাবার সঙ্গে কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। এই মধ্যে তার বন্ধুরা অপহরণে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে নাজমুলকে উদ্ধার করে এবং রাতুল, নাবিল ও রাশেদকে আটক করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মতিহার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় আমরা তিনজনকে আটক করি। পরে ভুক্তভোগী শিক্ষার্থী মামলা দায়ের করলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জানতে চাইলে রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহাফুজুর রহমান তপু আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণের ঘটনায় আমাদের ছাত্রলীগের এক নেতা জড়িত। ইতিমধ্যে তাঁকে সংগঠনকে থেকে অব্যাহতি দিয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছি ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য।’
এ বিষয়ে রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসাইন বলেন, ‘বিষয়টি ছাত্রকল্যাণ পরিচালকের কাছ থেকে মৌখিকভাবে জেনেছি। তাঁর কাছ থেকে লিখিতভাবে নিয়ে শৃঙ্খলা কমিটিতে বিষয়টি আলোচনা করব। সেখানে অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
২ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
২ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
২ ঘণ্টা আগে